Rahul Gandhi (Photo Credit: X)

দিল্লিতে টানা ৬টা বড় নির্বাচনে কোনও আসন জিততে না পারা মহালজ্জার রেকর্ড গড়ল কংগ্রেস। একটা সময় ১৫ বছর ক্ষমতায় থাকা দিল্লিতে এবার বিধানসভা ভোটে কোনও আসন জিততে পারল না হাত শিবির। ২০১৪ লোকসভা নির্বাচন থেকে দিল্লিতে খালি হাতে ফেরার অভ্যাস শুরু হয়েছে কংগ্রেস। তার আগে ২০১৩ বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীতের নেতৃত্বে লড়ে মাত্র ৮টা আসনে জিতেছিল।

২০১৪ লোকসভার পর ২০১৫ বিধানসভা, ২০১৯ লোকসভা, ২০২০ বিধানসভা, ২০২৪ লোকসভা নির্বাচনের পর ২০২৫ বিধানসভা ভোটেও দিল্লির কোনও আসনে জিততে পারল না কংগ্রেস। আরও পড়ুন-অধরা মাধুরী জয় মোদীর, যে মন্ত্রে দিল্লিতে কেজরি বধ বিজেপির

রাহুল গান্ধীর প্রচার কাজে এল না

রাহুল গান্ধীর আক্রমণাত্মক প্রচারের পরেও সন্দীপ দিক্ষীত থেকে অলকা লাম্বার মত হেভিওয়েট প্রার্থী সহ সব আসনে ভরাডুবি হল হাত শিবিরের। ক মাস আগের জোটসঙ্গী কেজরিওয়ালকে নজিরবিহীন আক্রমণ করেও রাহুল গান্ধী দলকে সাফল্য এনে দিতে পারলেন না। রাহুলের কেজরিকে আক্রমণের সব সুফলটা তুলে নিল বিজেপি। কেজরিওয়ালের আসন সহ বেশ কিছু বিধানসভা কেন্দ্রে বিজেপি বিরোধী ভোট কেটে আপ-কে বিপদে ফেলল কংগ্রেস।

কেন ফের ব্যর্থ কংগ্রেস

কংগ্রেস শিবিরের অনেক আশা ছিল, এবার দিল্লিতে ২-৩টি হলেও আসন আসবে। দু-তিনটি এক্সিট পোলে তেমন আভাসও ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এবারও কিছু হল না। কেজরিওয়াল, পরবেশ ভর্মা-দের মত দিল্লির নেতাদের পাল্টা দেওয়ার মত কোনও নেতাই তুলতে ব্যর্থ হওয়ায় এবারও রাজধানীতে ভরাডুবি হল হাত শিবিরের।

শীলা দিক্ষীতের আমলে উন্নয়ন, তবু এখন শুধু শূন্যতা

অথচ শীলা দিক্ষীতের আমলে দিল্লির উন্নয়ন ছিল দেখার মত। একের পর এক বড় উড়ালপুল, মেট্রো, সুন্দর রাস্তা, আলোয় দেশের রাজধানীকে সাজিয়ে শীলা দিক্ষীত দিল্লিবাসীর মুখে হাসি এনেছিলেন। কিন্তু দিল্লিতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বড় আন্দোলন করেই ক্ষমতায় এসেছিলেন কেজরিওয়াল। রাজনীতির ঘোলাজলে সেই দুর্নীতি ইস্যুতেই ক্ষমতা হারালেন কেজরি। এখানেই দিল্লির কংগ্রেস নেতাদের মুখে চাপা হাসি। কেজরিকে কর্মফল ভোগ করতে হল,এমনই দাবি কংগ্রেস নেতাদের।

কেজরির হারের পর এবার কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর আশা

কেজরির হারের পর হাত শিবিরের আশা এবার দিল্লিতে লড়াইটা আগের মত সরাসরি বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে। কংগ্রেসের অভিযোগ, গত তিনটি লোকসভা ভোটে দিল্লিতে বিজেপির সব কটি আসনে জয়ের পিছনে আসলে আপের ভূমিকা আছে।

লোকসভা ভোটে ভাল ফলের পর ফের পিছনের দিকে হাঁটছে কংগ্রেস

এদিকে, লোকসভা ভোটে দারুণভাবে ঘুরে দাঁড়ানো পর কংগ্রেস আবার অন্ধকারে চলে গেল। হরিয়ানা, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীরে একেবারে খারাপ ফলের পর এবার দিল্লিতে শূন্যতায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলে দিল। ৮২ বছরের সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র নেতৃত্ব নিয়েও কথা হচ্ছে দলের অন্দরেই।