Migrant Worker Beaten in Surat (Photo Credits: Twitter/@SaralPatel)

সুরাত, ৮ মে: বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকের থেকে তিনগুণ ভাড়া দাবি। প্রতিবাদ করলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সেই শ্রমিকের। অভিযুক্ত বিজেপি (BJP) নেতা। না ঘটনাটি এ রাজ্যর নয়। ঘটনাটি বিজেপি শাসিত গুজরাতের (Gujarat) সুরাতের। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়া ভাইরাল হয়েছে। অভিযোগ, ওই বিজেপি কর্মী শ্রমিক এক্সপ্রেসের (Shramik Express) টিকিট বিক্রি করছিল। তাও আবার তিনগুণ দামে।

কংগ্রেস নেতা সরল প্যাটেলের (Congress leader Saral Patel) শেয়ার একটি ভিডিয়ো ক্লিপে রক্তাক্ত অবস্থায় এক পরিযায়ী শ্রমিককে (migrant labourer) বলতে শোনা যাচ্ছে, বিজেপি কর্মী রাকেশ ভার্মা (BJP worker Rakesh Verma) ট্রেনের টিকিটের জন্য তিনগুণ দাম চেয়েছেন। ওই শ্রমিক বলেন, আমি টিকিট কিনতে গেছিলাম। আমরা তাঁকে ১ লাখ ১৬ হাজার টাকা দিয়েছিলাম, কিন্তু তিনি বলছেন যে তিনি আমাদের টাকা বা টিকিট দেবেন না। তিনি প্রতি টিকিট ২ হাজার টাকায় বিক্রি করছেন। আমি প্রতিবাদ করতে গেলে রাজেশ ভার্মা আমাকে তক্তাও ইট দিয়ে মারেন।" ওই শ্রমিক আরও বলেন, "রাজেশ ভার্মা আমাকে সবচেয়ে বেশি মেরেছেন। আমার মাথায় লেগেছে। আমার কাছে প্রমাণ আছে যে আমরা তাঁকে টাকা দিয়েছি। আমাদের সবার টোকেন রয়েছে, তবে তিনি আমাদের টিকিট দিতে অস্বীকার করেছেন।" আরও পড়ুন: Shramik Special Train: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কর্নাটক থেকে ট্রেন চালানোয় অনুমোদন রাজ্য সরকারের

সুরাত বিজেপি প্রধান অবশ্য রাজেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে। তারা জনিয়েছে, রাজেশ ভার্মাকে টিকিট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এনডিটিভি জানিয়েছে, রাজেশের বিরুদ্ধে লিম্বায়াত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।