কৃষকদের ঋণ মকুব করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাল কংগ্রেস। কংগ্রেসের সাংসদ দিপেন্দর সিং হুডা (Deepender Singh Hooda) জানান "ইউপিএ সরকারের আমলে গমের ওপর এমএসপি বেড়েছে ১১৯ শতাংশ, কিন্তু বর্তমান সরকার বিগত ১০ বছরের তা বাড়িয়েছে ৪৭ শতাংশ, ইউপিএ সরকার ধানের ওপর এমএসপি বাড়িয়েছে ১৩৪ শতাংশ। কিন্তু ৫০ শতাংশ বেড়েছে বিগত ১০ বছরে। ইউপিএ (UPA) সরকার কৃষকদের ৭২ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছে। কিন্তু এই সরকার কৃষকদের একটি টাকাও মকুব করেনি। "
দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে মণিপুর পেরিয়ে নাগাল্যান্ডে চলে এসেছে এই যাত্রা। সেখানেও জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতেই এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
#WATCH | Congress MP Deepender Singh Hooda says, "...During the UPA government, the MSP on wheat was increased by 119%, but the current government has increased it by only 47% in the last 10 years. The UPA government has increased the MSP on paddy by 134% but there has been only… pic.twitter.com/BMUVQ0oZkm
— ANI (@ANI) January 16, 2024