conclave of Chief Ministers of the NDA Photo Credit: X

হরিয়ানায় বড় জয়। তাঁরপর সামনেই আবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন।সেই আবহে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বড় বৈঠক করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াব সিং সাইনিং হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই এই বৈঠক হওয়ার কথা বলে বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল গতকাল (১৭ অক্টোবর)। এনডিএ জোটের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ কেন্দ্রীয় বিজেপির একগুচ্ছ বড় মুখ।

চন্ডীগড়ের  এই বৈঠকে স্বভাবতই নজর ছিল রাজনৈতিক মহলের।এদিনের বৈঠকে ছিলেন এনডিএ জোটের প্রায় ১৭ জন মুখ্যমন্ত্রী এবং ১৮ জন উপমুখ্যমন্ত্রী অংশ নেন।। বিজেপি ছাড়াও এনডিএ-তে থাকা মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, বিহার, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রধান মুখ হিসাবে দেখা যায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। দীর্ঘ সময় ধরে চলে আলোচনা।বৈঠকে জাতীয় উন্নয়ন ইস্যুতে আলোচনা করা হয়। পাশাপাশি সংবিধান কা অমৃত মহোৎসব পালনের বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে যোগদানকারী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সংবাদমাধ্যমকে বলেন যে তারা উন্নত ভারতের সংকল্প পূরণের জন্য বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছেন।সেই বিষয়েও এনডিএ -এর মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যে কাজ করবেন।