একদিকে আমেরিকা ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানোয় মূল্যবৃদ্ধির আশঙ্কায় রাত কাটছে দেশবাসীর। এমন সময় স্বস্তির খবর শোনাল কেন্দ্র। আগামী ১ অগাস্ট থেকে দাম কমছে বানিজ্যিক গ্যাসের (Gas Cylinder)। একধাক্কায় ৩৩.৫০ টাকা কমানো হল। যার ফলে দিল্লিতে ১৯ কেজি কমার্শিয়াল গ্যাসের নতুন দাম হল ১৬৩১.৫০ টাকা। আগামীকাল ভোর ৬টা থেকে কার্যকর হবে এই দাম। এতে যাঁরা ব্যবসার কারণে এলপিজি গ্যাস ব্যবহার করেন, তাঁরা অনেকটাই খরচ বাঁচাতে পারবেন আগামীকাল থেকে।
রান্নার গ্যাসের দাম থাকছে অপরিবর্তিত
তবে কলকাতায় চলতি মাসে থেকে দাম ছিল ১৭৬৮ টাকা। সেটি অগাস্ট থেকে পরিবর্তিত হয়ে হতে চলেছে ১৭৩৪.৫০ টাকা। যদিও রান্নার গ্যাসের দাম গোটা দেশে এখন অপরিবর্তিত থাকতে চলেছে। কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম থাকতে চলেছে ৮৭৯ টাকা।
ওয়েল মার্কেটিং সংস্থাগুলির বৈঠকের পর নেওয়া হয় সিদ্ধান্ত
প্রতিমাসের শেষের দিকে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে নতুন মাসের শুরুর আগে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে। চলতি মাসে রান্নার গ্যাসের দাম না কমলেও কমেছে বানিজ্যিক গ্যাসের দাম।