Kerala High Court (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ মহিলাদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য যৌন হেনস্থার(Sexual Harassment) সমান, এমনই রায় দিল কেরল হাইকোর্ট(Kerala High Court)। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ দফতরে এক মহিলা কর্মীকে মন্তব্য করা নিয়ে মামলা দায়ের হয় কোর্টে। সেই মামলায় রায়দানেই এই মন্তব্য করে হাইকোর্ট। জানা গিয়েছে, সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনে কোর্টের দ্বারস্থ হন কেরল বিদ্যুৎ বোর্ডের এক কর্মী। মহিলার অভিযোগ, ২০১৩ সাল থেকে এক সহকর্মী তাঁর সম্পর্কে অশালীন মন্তব্য করছেন। ২০১৬ সালের পর অশালীন মেসেজ এবং ফোন পর্যন্ত আসতে থাকে। কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। শেষমেশ বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।

যৌন হেনস্থা নিয়ে বড় রায় দান কেরল হাইকোর্টের

অন্যদিকে আবেদন খারিজের মামলা করেন অভিযুক্ত। এ দিন বিচারপতি এ বদরুদ্দীনের বেঞ্চে মামলার শুনানি চলে। আদালতে অভিযুক্তের আইনজীবী বলেন, "কোনও মহিলার শারীরিক গঠন নিয়ে প্রশংসা যৌন হেনস্থা হতে পারে না। মক্কেল নিছকই প্রশংসা করতেন।" পাল্টা অভিযোগকারিনীর আইনজীবী জানান, যৌন হেনস্থার উদ্দেশ্যেই অশালীন মেসেজ করা হত। দুই পক্ষের বয়ান শোনার পর রায় দেন বিচারপতি এবং যৌন হেনস্থার মামলা বহাল রাখার নির্দেশ দেন তিনি। এ দিন শুনানিকালে বিচারপতি সাফ জানান, মহিলাদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য যৌন হেনস্থার অধীনেই পড়ে। এবং এক্ষেত্রে অভিযুক্তের শাস্তি পর্যন্ত হতে পারে।

 বড় রায় কেরল হাইকোর্টের