College Principal Arrested Over Sexual Harassment Case (Photo Credits: X)

বিলাসপুর , ২৪ মেঃ ছাত্রীদের যৌন হয়রানির (Sexual Harassment of Female Student) গুরুতর অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষয়ের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিলাসপুর জেলার বান্দলায় অবস্থিত সরকারি হাইড্রো ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিমাংশু মোগাকে (Himanshu Moga) গ্রেফতার করেছে পুলিশ। পড়ুয়াদের সামনে থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে অধ্যক্ষকে। কলেজ অধ্যক্ষের আচরণের ধিক্কার বাণীতে মুখোরিত হয় বিপুল সংখ্যক পড়ুয়া। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

জানা যাচ্ছে, এক ছাত্রীর সঙ্গে হাসপাতালে অশ্লীল আচরণ করেছিলেন অধ্যক্ষ হিমাংশু মোগা। ঘটনাটি ২০২৪ সালের। কলেজে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অসুস্থ ছাত্রীকে হাসপাতালে দেখতে এসেছিলেন অধ্যক্ষ। হাসপাতালের মধ্যেই ছাত্রীর অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে যৌন হেনস্থা করেন হিমাংশু। সেই দৃশ্যকে লুকিয়ে ক্যামেরাবন্দি করেছিল আর একজন ছাত্রী। সুস্থ হতেই নির্যাতিত ছাত্রী পুলিশের দারস্ত হন। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিগ্রহের (Sexual Harassment of Female Student) অভিযোগ তোলেন।

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

এই ঘটনা ক্রমেই গোটা কলেজ জুড়ে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয় অধ্যক্ষর কুকীর্তি। অধ্যক্ষ হিমাংশু মোগার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। কলেজ গেটে অবস্থান বিক্ষোভ এবং অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে। এরপরেই দ্রুত পুলিশ গ্রেফতার করেছে অধ্যক্ষকে। তাঁর বিরুদ্ধে আর অন্য কোন অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে অধ্যক্ষ হিমাংশু মোগাকেঃ

হিমাচল প্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী রাজেশ ধর্মাণী ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিষয়টি জানা মাত্রই তিনি কারিগরি শিক্ষা বিভাগের সচিব এবং পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে আমরা এই ধরনের অন্যায় আচরণ মোটেও সহ্য করব না।