
নয়াদিল্লি, ১৯ মেঃ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) অন্যতম মুখ হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি (Col Sofiya Qureshi)। আর তাঁকে ঘিরেই কুমন্তব্য করার অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah) বিরুদ্ধে। আজ সোমবার এই সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপি মন্ত্রী। শীর্ষ আদালতে বিজয় তাঁর মন্তব্যের জন্যে ক্ষমা চাইলেও আদালত তা গ্রহণ করেনি। বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কর্নেল সোফিয়া কুরেশিকে ঘিরে বিরূপ মন্তব্যের জন্য বিজেপি মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে এসটিআট (SIT) গঠন করে বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে।
কর্নেল সোফিয়া কুরেশিকে (Sofiya Qureshi) ভরা জনসভার মঞ্চে 'সন্ত্রাসবাদীদের বোন' বলে মন্তব্য করেছিলেন বিজয়। বিজেপি মন্ত্রীর সেই মন্তব্য তুমুল সমালোচিত হয়েছে। সুপ্রিম কোর্ট মন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে বিজয়ের ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যান করল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 'আপনার ক্ষমা চাওয়ায় ধরন আন্তরিক মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে, আদালতের নির্দেশে ক্ষমা চেয়েছেন'। এরপরেই মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশের বিশেষ তদন্তাকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
একই সঙ্গে সোফিয়া কুরেশিকে (Sofiya Qureshi) উদ্দেশ্য করে মন্ত্রীর করা বিরূপ মন্তব্যের জন্যে মধ্যপ্রদেশ সরকার এবং রাজ্য পুলিশ কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত।