কোয়েম্বাটুর, ২১ জানুয়ারিঃ খালের পাশে গজিয়ে উঠেছে মস্ত বাড়ি। সেই খালের খনন কাজের সময় ঘটল চরম বিপত্তি। চোখের সামনে ধসে পড়ল আস্ত বাড়িটি (Coimbatore House Collapses)। সাজানো ঘর, সাজানো সংসার- এক পলকে ধুলোয় মিসে গেল সমস্ত কিছু। সোমবার সন্ধ্যায় তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরে রথিনাপুরীর কাছে অবস্থিত ওই বাড়টি ধসে পড়েছে। খালটিতে গভীর খনন প্রক্রিয়ার ফলে মাটির ক্ষয়ের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
দিন কয়েক আগে খাস কলকাতার বুকে হেলে গিয়েছিল আস্ত আবাসন। বাঘাযতীন এলাকায় পুকুর বুজিয়ে বেআইনিভাবে গড়ে ওঠা ওই আবাসন হেলে যাওয়ায় প্রশাসনিক কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জলা জায়গায়, পুকুরের একেবারে গায়ে কিংবা পুকুর বুজিয়ে বড় বড় ফ্ল্যাটবাড়ি বানানোর ঘটনা হামেশাই ঘটছে। প্রশাসনের চোখে ধুয়ো দিয়ে গজিয়ে ওঠা ওই সমস্ত ফ্ল্যাট কিনে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
ধসে পড়ল আস্ত বাড়িঃ
সোমবার সেই একই চিত্র ধরা পড়ল কোয়েম্বাটুরে (Coimbatore)। খালের একেবারে গায়ে গড়ে উঠেছিল ওই বাড়িটি। খাল-গভীরকরণ প্রকল্পের সময় স্থানীয় আবাসিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ আগেই আশেপাশের বাড়িগুলো থেকে সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়েছিল। ফলে ওই বাড়ি ধসে যাওয়ায় প্রাণহানি এড়ানো গিয়েছে। খালের খনন প্রক্রিয়ার জেরে আস্ত বাড়ি ধসে পড়ার পাশাপাশি আশেপাশের আরও কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাড়ি ধসে পড়ার মুহূর্তটি স্থানীয়দের ক্যামেরাবন্দি হয়েছে:
ஓடை சுற்றுச்சுவர் கட்டும் பணியால் ஏற்பட்ட மண் சரிவு.. சரிந்து விழுந்த வீடு- உரிமையாளர் தரப்பில் கொடுத்த விளக்கம்#Coimbatore | #House | #Collapse | #PolimerNews pic.twitter.com/nhkbVrysmm
— Polimer News (@polimernews) January 21, 2025
সর্বস্ব খুইয়ে পথে বসেছেন আবাসিকরা। এক দুর্গত জানাচ্ছেন, 'খননকাজটি খুব গভীর করা হয়েছিল। আর সেই কারণেই বাড়িটি ধসে পড়েছে। আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা আমাদের নথিপত্র নিয়ে গিয়েছেন। আমাদের একটি নতুন বাড়ির আশ্বাস দিয়েছেন। তবে আমরা নিশ্চিত নয় এর পরবর্তী পদক্ষেপ কী হবে'।