কোচি, ২৯ ডিসেম্বর: কোচিন কার্নিভালে (Cochin Carnival) যে পাপানজি তৈরি করা হয়েছে, তার সঙ্গে মিল রয়েছে নরেন্দ্র মোদীর মুখের। পাপানজির মূর্তি দেখে এবার এমনই অভিযোগ করল বিজেপি। স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এর্নাকুলামের বিজেপি নেতা কে এস সাইজু অভিযোগ করেন, কোচিন কার্নিভালে যে পাপানজির (Pappanji ) মূর্তি গড়া হয়েছে, তার সঙ্গে মিল রয়েছে নরেন্দ্র মোদীর (Narendra Modi)। যা তৈরি করে দেশের প্রধানমন্ত্রীর অপমান করা হয়েছে বলেও তোপ দাগা হয় বিজেপির তরফে। পাশাপাশি কোচিন কার্নিভালকে বিপথে চালিত করতেই প্রধানমন্ত্রীর মুখের আদলে পাপানজির মূর্তি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করে বিজেপি।
আরও পড়ুন: Narendra Modi In Bengal: ৩০-এ রাজ্যে প্রধানমন্ত্রী, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা মোদীর হাতেই
প্রসঙ্গত পাপানজি এমন একটি মূর্তি, যাঁর পরণে থাকে স্যুট। দাঁড়িওয়ালা পাপানজির মূর্তি প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর রাতে পোড়ানো হয়।
এবার সেই চর্চিত পাপানজির মূর্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদল তৈরি করে অপমান করা হয়েছে বলে অভিযোগ বিজেপির।