Photo Credits: ANI

সিমলা: গাড়িতে ভিআইপি নম্বর প্লেট (VIP Number Plate)  রেজিস্ট্রেশনের জন্য অনলাইন নিলামে দরপত্র (e-auction) চাওয়া হয়েছিল। তাতে একটি বিশেষ নম্বরের জন্য অস্বাভাবিক দর আসায় নড়েচড়ে বসেছেন হিমাচল প্রদেশের সড়ক পরিবহন ও হাইওয়ে দফতরের (Himachal Pradesh Ministry of road transport and highways) কর্তারা। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখুও।

হিমাচল প্রদেশের সড়ক পরিবহন ও হাইওয়ে দফতর সূত্রে জানা গেছে, এইচপি-৯৯-৯৯৯৯ (HP-99-9999) নম্বরের প্লেটের গাড়ির জন্য অনলাইনে দর দেওয়া হয়েছে ১ কোটি ১ লক্ষ টাকা। অবিশ্বাস্য এই দাম দেখে চমকে ওঠেন দফতরের আধিকারিকরা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি দু চাকার গাড়ির জন্য এই দর দেওয়া হয়েছে। যদিও অন্য একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পছন্দের নম্বরের জন্য দরটি এসেছে একটি চারচাকা গাড়ির মালিকের তরফে। তবে সবাই বলছেন, এটি স্কুটার বা গাড়ি যাই হোক না কেন এত দর আগে ওঠেনি। অনলাইনে পছন্দের নম্বরের জন্য নিলাম এখনও চলছে বলে জানা গেছে।

সিমলার কোটখাই সাবডিভিশনের অন্তর্গত গাড়িগুলিতে এইচপি-৯৯ নম্বরটি থাকে। তাই এই বিষয়টি কানে যাওয়ার পরেই পরিবহন দফতরের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট ডিরেক্টর মনজিত শর্মার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু।