রাঁচি, ৫ ফেব্রুয়ারি: ইডি-র হাতে গ্রেফতার হয়ে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। হেমন্তের পদত্যাগের পর মহেন্দ্র সিং ধোনির রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। এরপর আজ, সোমবার চম্পাই সোরেনের সরকারকে আস্থা ভোটে যেতে হয়। বিজেপি দল ভাঙিয়ে আস্থা ভোটে বাজিমাত করতে পারে। এমন একটা খবর ছিল।
গত কয়েক ঘণ্টার টানটান উত্তেজনা, দলীয় বিধায়কদের হায়দরাবাদে 'সেফ হাউসে'রেখে শেষ অবধি ফল পেল কংগ্রেস-জেএমএম সরকার। রাঁচিতে বিধানসভায় আস্থা ভোটে ৪৭-২৯ ফলে জয় পেল চম্পাই সোরেনের সরকার। ক্রস ভোটিং এড়াতে পারলেন সোরেনরা। ঝাড়খণ্ড বিধানসভায় কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও আরজেডি-র ইউপিএ জোটের ৪৭জন বিধায়ক আছে। সেই ৪৭টি ভোটই পেলেন চম্পাই সোরেন।
দেখুন খবরটি
#WATCH | CM Champai Soren led Jharkhand government wins floor test after 47 MLAs support him
29 MLAs in Opposition. pic.twitter.com/OEFS6DPecK
— ANI (@ANI) February 5, 2024
২০১৯ ঝাড়খণ্ড বিধানসভায় ৮১টি আসনের মধ্যে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-আরজেডি জোট ৪৭টি আসনে জিতেছিল। তার মধ্যে জেএমএম পায় ৩০টি, কংগ্রেস ১৬, ও আরজেডি ১টি। অন্যদিকে, বিজেপি পেয়েছিল ২৫টি, এবং তাদের সহযোগীরা ৭টি আসনে।