রাহুল গান্ধীর রাজনৈতিক প্রতিষ্ঠা নিয়ে মন্তব্যের জের।অমিত শাহকে পাল্টা দিলেন ছত্তিগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, "অমিত শাহ নিজের ছেলেকেই লঞ্চ করতে পারেননি।রাহুল গান্ধী তো ৪ বারের সাংসদ। যতই আপনি চেষ্টা করবেন এবং আটকাবেন ততই রাহুল গান্ধী সামনের দিকে এগিয়ে যাবেন।গান্ধী নেহেরু পরিবার, দেশের জন্য বেঁচেছেন এবং বলিদানও দিয়েছেন।"
রাহুল যে যোগ্য নেতৃত্ব নয় এবং পরিবারতন্ত্রের মুখ, তা বিজেপির পক্ষ থেকে বরাবরই বলা হয়ে থাকে। এবং বরাবরই বিজেপির নেতাদের নিশানায় রয়েছেন রাহুল। তবে কংগ্রেস দলের যে রাহুল গান্ধীর ওপর আস্থা রয়েছে এবং নেহেরু পরিবারের যে অবদান দেশের ওপর রয়েছে তাতে রাহুল গান্ধীকে নিয়ে কিছু বললে যে চুপ থাকবে না কংগ্রেস সেকথা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।
#WATCH | Raipur, Chhattisgarh: CM Bhupesh Baghel says, "Union Home Minister Amit Shah hasn't been able to launch his son yet. Rahul Gandhi has become an MP four times. The more you try and stop him (Rahul Gandhi), the faster he'll move forward...The Gandhi-Nehru family has lived… pic.twitter.com/uUT8yXlL7b
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 10, 2023