Himachal Pradesh Heavy Rain (Photo Credits: X)

শিমলা, ২৭ জুনঃ বর্ষা আসতেই হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টি। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছে পাহাড় ঘেরা এই রাজ্য। হিমাচলের বিভিন্ন জেলায় হড়পা বান, ধস নেমেছে। আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃতির এমন রুদ্রমূর্তি ধারণ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল (Himachal Pradesh Cloudbursts Rain)। রাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাংড়া জেলায় হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। দুজনের দেহ উদ্ধার করা গিয়েছে।

ভয়াবহ পরিস্থিতি হিমাচলে

কাংড়া (Kangra) ছাড়াও মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কুল্লু (Kullu)। বুধবার কুল্লুর তিন জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে। নেমে আসে হড়পা বান। কাংড়াতেও মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। কাংড়ার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন একদল শ্রমিক। কিন্তু বৃষ্টির জন্যে বুধবার কাজ বন্ধ রাখতে হয়। পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকেরা। হঠাই বেড়ে যায় মামুনি খাদের জলস্তর। তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় শ্রমিকদের।

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান

বিপর্যয়ের পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে উদ্ধার করার জন্যে ঝাঁপিয়ে পড়েন রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও অবধি ২৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় পুলিশ, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা, সেতু। ধসের কারণে ভেঙে গিয়েছে ৩০৫ নম্বর জাতীয় সড়ক। দুর্যোগের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে আটক পড়েছেন পর্যটকেরা। ব্যাহত হিমাচলের বিমান পরিষেবা।