সপ্তাহখানেক আগেই মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়ঙ্কর হড়পা বানে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল কিশতওয়ারের একটি গ্রাম। সেই রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া। হড়পা বানে তলিয়ে গেল জাংলোট, মানহাস, রাজবাঁধের জরঘাঁটি গ্রাম। শনিবার রাত থেকে এই এলাকাগুলি মেঘভাঙা বৃষ্টির কোপে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের জেরে তলিয়ে গিয়েছে একাধিক ঘরবাড়ি। জারি রয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জন। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। তাঁদের খোঁজে জারি রয়েছে উদ্ধারকাজ।
জারি রয়েছে উদ্ধারকাজ
জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনার জওয়ানরা। উদ্ধার করে তাঁদের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মানহাস গ্রামে বৃষ্টির জেরে ভূমিধসের মতো ঘটনা ঘটেছে। সেখানে আটকে থারা পর্যটকদের গাড়ি উদ্ধার করা হচ্ছে। সেই সঙ্গে ধংস্তস্তুপে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে।
কিশতওয়ারে হড়পা বান
যদিও হতাহতের সংখ্যা এখনই স্পষ্ট করে বলতে পারছে না স্থানীয় প্রশাসন। তবে অসংখ্য মানুষ এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করছে উদ্ধারকারী দল। চলতি মাসেই কিশতওয়ারে হড়পা বানের জেরে মৃত্যু হয়েছিলেন ৬০ জন। আহত ১০০ জনেরও বেশি।