Khir Ganga In Dharali, Uttarkashi (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৫ অগাস্ট: মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) ফাটল নদী। যার জেরে ভয়ঙ্কর গতিতে পাহাড়ের উপর থেকে নেমে আসতে শুরু করে খীর গঙ্গা নদী (Khir Ganga River)। যার ফল হঠাৎ বন্যা এবং ধারালি (Dharali) গ্রামের শেষ হয়ে যাওয়ার খবর। উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশিতে (Uttarkashi) আজ মেঘভাঙা বৃষ্টিতে খীর গঙ্গা নদী রুদ্র রূপ নেয়। প্রবল গতিতে নেমে আসে উত্তরকাশির ধারালি গ্রামে। যার জেরে পুরো গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। বহু মানুষ সেখানে আটকে পড়েন। বহু  ভেসে যান। অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পিটিআই সূত্রে  খবর, খীর গঙ্গা নদী যখন ভয়ঙ্কর রূপ নিয়ে নীচে নেমে আসতে শুরু করে, তার জলের প্রবাহে ২০-২৫টি হোটেল ভেসে গিয়েছে। বহু হোম স্টেও ভেসে গিয়েছে বলে খবর। খীর গঙ্গা নদীতে হঠাৎ বন্যা তৈরি হয়েছে, এই খবর পেতেই প্রশাসনের আধিকারিকরা সেখানে ছুটে যান। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরাও পৌঁছে যান। তবে ততক্ষেণ বহু মানুষের সলিল সমাধি হয়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুন: Cloudburst In Uttarkashi Video: মেঘ ফাটল ভয়ঙ্কর শব্দে, রুদ্র রূপে নেমে আসছে জল, ভেসে গেল উত্তকাশির গ্রাম, দেখুন আঁতকে ওঠা ভিডিয়ো

দেখুন প্রকৃতি কতটা রুদ্র রূপ ধারণ করেছে...

 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্বেগ প্রকাশ করেছেন। খীর গঙ্গা নদীর মেঘভাঙা বন্যার জেরে আপাতত পরিস্থিতি কেমন, সেদিকে তিনি নজর রাখছেন বলে খবর।

তবে ধারালি গ্রাম থেকে যে খবর আসছে, তা কার্য়ত উদ্বেগের। খীর গঙ্গা নদীর তাণ্ডবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন ভেসে গিয়েছে, তার খবর এখনও মেলেনি। পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই উদ্ধার কাজও ঠিক মত হচ্ছে না বলে খবর।

জানা যাচ্ছে, ধারালি গ্রামে অবস্থা এতটাই খারাপ যে উদ্ধারকারী দলের পাশাপাশি আইটিবিপির জওয়ানদেরও কাজে নিযুক্ত করা হয়েছে। আইটিবিপির ১২  নম্বর ব্যাটেলিয়নের সদস্যদের মাটলিতে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।