নয়াদিল্লিঃ তামিলনাড়ুর (Tamil Nadu) হোস্টেলে (Hostel) চাঞ্চল্যকর ঘটনা। ছাত্রকে মারধরের অভিযোগ উঠল চার সিনিয়ার ছাত্রের বিরুদ্ধে। শিশু কল্যাণ কর্তার হস্তক্ষেপে গোটা ঘটনার কথা স্বীকার করল সিনিয়র ছাত্ররা। অন্যদিকে গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, একটি রেকর্ড নোট ছিঁড়ে ফেলেছিল সপ্তম শ্রেণির ওই পড়ুয়া। এরপরই তার উপর হামলা চালায় চার ছাত্র। হোস্টেলের মধ্যেই তাকে মারধর করা হয়। খবর পেয়ে ছাত্রদের অভিভাবকদের ডাকে হোস্টেল কর্তৃপক্ষ। পরে ওই ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত ছাত্ররা। তারা জানায়, সপ্তম শ্রেণির ওই পড়ুয়া একটি নোট ছিঁড়ে ফেলে। এরপরই তাকে মারধর করে তারা। গোটা ঘটনায় হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য ছাত্রের অভিভাবকেরা। গোটা ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ।
হোস্টেলের ভিতরে ছাত্রকে মারধর, কাঠগড়ায় ৪ সিনিয়র পড়ুয়া
Class 7 boy thrashed by four seniors in #TamilNadu hostel
The accused students admitted to the assault, wrote an apology, and were later expelled as the video of the attack went viral.
By @PramodMadhav6 - https://t.co/EL3wA1t1m5 pic.twitter.com/mTKNCb5JkR
— IndiaToday (@IndiaToday) November 16, 2025