ফের রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনা। এবার জয়পুরে (Jaipur) একটি বেসরকারি স্কুলের ছাদ থেকে পড়ে এক ষষ্ঠশ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের মানসসরোবরের শান্তি নগর এলাকায় অবস্থিত নিরজা মোদী স্কুলে। দুর্ঘটনার পর তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় মেট্রো মাস হাসপাতালে নিয়ে যায় স্কুলকর্মীরা। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরাও।

মৃতের নাম পরিচয় জানা গিয়েছে

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতের নাম আময়রা। তাঁর বাবা সরকারি দফতরের কর্মী এবং মা এক বেসরকারি ব্যাঙ্কে ম্যানেজার পদে কর্মরত। দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষই তাঁদের ফোন করে খবর দিয়েছে। মেয়ের আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বাবা-মা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাবালিকা অসাবধনাবশত পাঁচিলে ঝুঁকতে গিয়ে পড়ে গিয়েছে। তবে খুনের তত্ত্বও এখনই খারিজ করে দিচ্ছে না পুলিশ। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে শিশুটির পরিবার।

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কংগ্রেস নেতার

এদিকে ঘটনাস্থলে শাসক শিবিরের কোনও নেতা ততক্ষণাৎ না পৌঁছালেও এলাকার কংগ্রেস কাউন্সিলর করণ শর্মা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁর অভিযোগ, ঘটনার পর ঘটনাস্থলে আশেপাশের মানুষজন চলে এলেও পুলিশ ও ফরেন্সিক বিভাগের আধিকারিকরা একঘন্টা বাদে পৌঁছেছে। অবাঞ্ছিত লোকজন ঢুকে পড়ায় দুর্ঘটনাস্থলকে কেউ সংরক্ষণ করতে পারেনি। যার ফলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী স্কুল কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে রক্তের দাগ মুছে ফেলছিল স্কুলের সাফাইকর্মীরা। পরে পুলিশ এসে তাঁদের বাধা দেয়।