পড়াশুনো না পারার কারণে বকাঝকা করেছিলেন শিক্ষক। আর তাতেই রেগে গিয়ে বছর ৫৫-এর রাজেশ বরুয়া বেজাওয়ারা (Rajesh Baruah Bejawada) নামক ব্যক্তিকে খুন করল তাঁরই ছাত্র। ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর জেলায়। ইতিমধ্যে ক্লাস ইলেভেনের ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, রয়াসনের শিক্ষক ছিলেন রাজেশ। গতকাল ওই ছাত্রকে বকেছিলেন তিনি এবং বলেছিলেন শনিবার যেন তাঁর অভিভাবককে নিয়ে আসেন। আর তাতেই ক্ষেপে ওঠে ওই নাবালক। গতকাল কিছু না বললেও আজ ক্লাস চলাকালিন শিক্ষকের ওপর ঝাপিয়ে পড়ে বছর ১৬-র ওই কিশোর।

ক্লাসের সহপাঠীরা জানায়, এদিন ক্লাসের মাঝে আচমকাই ওই কিশোর রুমে ঢোকে। ইউনিফর্ম না পরে সাধারণ পোশাক পরেই এসেছিল সে। তাই দেখে শিক্ষক আবারও বকেন এবং প্রশ্ন করেন তাঁর বাবা-মা কোথায়। এরপরেই ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের ওপর হামলা চালায়। জানা যাচ্ছে, ছুরি দিয়ে লাগাতার কোপাতে থাকে ওই কিশোর। আতঙ্কে বাকি সহপাঠীরা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। পরে স্কুলে বাকি শিক্ষক ও শিক্ষাকর্মী এসে তাঁকে পাকড়াও করে।

পুলিশসূত্রে খবর, রবিবার সকালে থানায় ফোন আসতেই তাঁরা ওই বেসরকারী স্কুলে যায়। গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। ঠিক কী কারণে এই হামলা করা হয় তা এখনও পরিস্কার নয়। ইতিমধ্যেই ওই অভিযুক্ত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে, সেই সঙ্গে মৃত শিক্ষকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে।