প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ স্যানিটারি প্যাড(Sanitary Pad ) চেয়েছিল ছাত্রী(Student)। তাই পরীক্ষার(Examination) মাঝেই তাকে ক্লাস থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক(Principal)। অভিযোগ, সে জন্য তাকে প্রায় এক ঘণ্টা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে।এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা স্কুল পরিদর্শক (ডিআইওএস), রাজ্য মহিলা কমিশন এবং মহিলা কল্যাণ বিভাগের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রীর বাবা। জেলা স্কুল পরিদর্শক দেবকী নন্দন গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

যোগী রাজ্যে ফের বিতর্ক 

একাদশ শ্রেণির ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে একাদশ শ্রেণিতে পড়ে। শনিবার স্কুলে পরীক্ষা চলছিল তাঁর। পরীক্ষার মাঝেই সে বুঝতে পারে ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। এমন সময় প্রধান শিক্ষকের কাছে স্যানিটারি প্যাড চাইলে, তাকে ক্লাসের বাইরে বেরিয়ে যেতে বলেন শিক্ষক। শুধু তাই নয়, ওই অবস্থায় তাকে ক্লাসের বাইরে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় বলেও অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা স্কুলে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের অভিভাবকেরা।

পরীক্ষার মাঝে স্যানিটারি প্যাড চাওয়ায় ছাত্রীকে ক্লাস থেকে বার করে দিলেন প্রধান শিক্ষক