নয়াদিল্লিঃ ফের র্যাগিংয়ের (Ragging) ঘটনা। হোস্টেলে (Hostel) চরম অত্যাচারের শিকার দশম শ্রেণির পড়ুয়া। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজামুন্দ্রিতের একটি নাম করা বেসরকারি স্কুলে। জুনিয়রদের পেটে লাথি, হাতে পাহে লোহার রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল দুই পড়ুয়ার বিরুদ্ধে। ছাত্রদের বিভিন্নভাবে চুরির দায়ে ফাঁসানোর অভিযোগও ওঠে ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করতেই এক শান্তশিষ্ট ছাত্রের উপর অত্যাচার চালায় ওই দুই পড়ুয়া। দশম শ্রেণির ওই ছাত্রকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয়। আক্রান্তের হাতে পোড়া দাগ দেখে কী হয়েছে জানতে চান ওয়ার্ডেন। কিন্তু আসল ঘটনা ভয়ে স্বীকার করেনি সে। সপ্তাহ শেষে হোস্টেলে মা দেখা করতে এলে আর কষ্ট চেপে রাখতে পারেনি ওই পড়ুয়া। মাকে সবটা খুলে বলে সে। এরপরই হোস্টেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন আক্রান্ত পড়ুয়ার মা। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে হোস্টেল কর্তৃপক্ষের তরফে।
পেটে লাথি, গায়ে লোহার রডের ছ্যাঁকা, হোস্টেলে র্যাগিং-এর স্বীকার নাবালক পড়ুয়া
🔴#BREAKING | Class 10 student brutally tortured as ragging incident from Andhra Pradesh's Konaseema district comes to light; Victim branded with hot iron by hostel mates in alleged torture
NDTV's @umasudhir joins @divyawadhwa with more details pic.twitter.com/lcAUkRziyj
— NDTV (@ndtv) August 27, 2025