Monkey (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ শীতের(Winter) রোদে বসে পড়াশোনা(Reading) করতে গিয়ে নির্মম পরিণতি দশম শ্রেণির ছাত্রীর(Student)। বাঁদরের(Monkey) ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার মাঘর গ্রামে। শনিবার দুপুরে বাড়ির ছাদে উঠেছিল ওই কিশোরী। সামনেই ফাইনাল পরীক্ষা থাকায় রোদে বসে পড়াশোনা করার পরিকল্পনা ছিল। ছাদে উঠতেই আচমকা এসে হাজির হয় একদল বাঁদর। ভয়ে কাঁপতে থাকে কিশোরী। কিন্তু ভয় পেয়ে গিয়ে এক পা পিছিয়ে নেমে আসতে পারেনি সে।

দশম শ্রেণির ছাত্রীকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল বাঁদর

এরপরই তাকে দেখে চেঁচামেচি শুরু রে বাঁদরের দল। ভয়ে সিঁড়ির দিকে পিছিয়ে আসতে গেলে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঁদর। টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায় দশম শ্রেণির ওই পড়ুয়া। এরপর সংজ্ঞাহীন অবস্থাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, বাঁদরের ধাক্কাতেই মৃত্যু হয়েছে মেয়ের। কিশোরীর মৃত্যুতে শোকের ছায়া মাঘর গ্রামে।

 বাঁদরের ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর