পালামু: একটি জায়গায় গেট তৈরি করাকে কেন্দ্র করে তুমুল মারামারি হল ঝাড়খণ্ডের পালামুতে (Jharkhand' Palamu)। পরিস্থিতি কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের আকার ধারণ করে বলে অভিযোগ। খবর পেয়ে প্রচুর পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এপ্রসঙ্গে ঝাড়খণ্ড পুলিশের পালামু জোনের আইজি জানান, এলাকায় একটি তোরণ দাওয়ার ব বড় গেট তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারামারি হয়। কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গণ্ডগোলের জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
Jharkhand | Clash erupted between two groups in Palamu over installation of 'toran dwar'
Few vehicles have been damaged. Sec 144 of CrPC imposed, situation normal as of now. No casualties: IG, Palamu Zone pic.twitter.com/9JaOfSrC0e
— ANI (@ANI) February 15, 2023
যদিও পরিস্থিতির পরিবর্তন হওয়ার জেরে পালামুর পানকি এলাকায় ইন্টারনেট পরিষেব বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পালামুর ডেপুটি কালেক্টর।
#UPDATE | Jharkhand: Internet services have been suspended in Panki in Palamu district where a clash erupted over fixing of toran dwar: DC, Palamu
— ANI (@ANI) February 15, 2023