নয়াদিল্লিঃ আজ, ১০ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়(CJI DY Chandrachud)। অবসর গ্রহণের আগে শেষ শুনানিতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বিদায়বেলায় 'বুলডোজার জাস্টিস(Bulldozer Justice)'-এর বিরোধিতায় সরব হলেন প্রধান বিচারপতি। শুনানিকালে সাফ জানান, "সভ্য সমাজে এমনটা হতে পারে না। সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ সম্ভব নয়।" প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে 'বুলডোজার জাস্টিস' নিয়ে একাধিক মামলা চলছে। তার মধ্যে উত্তরপ্রদেশে এক সাংবাদিকের পৈত্রিক ভিটে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার মামলায় শেষ শুনানি ছিল চন্দ্রচূড়ের। এই মামলার শুনানিতে তিনি বলেন, "জনগণের বাড়ির সুরক্ষা তাঁদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। রাজ্য এই নিয়ম মানতে বাধ্য। বেআইনি নির্মাণ বা জমি দখলের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। বুলডোজারের মাধ্যমে এভাবে পদক্ষেপ করা অত্যন্ত ভয়ঙ্কর। কোনও সভ্য সমাজে এমনটা হয় না।"
বিদায়বেলায় 'বুলডোজার জাস্টিস' নিয়ে বড় রায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের
📌 Bulldozer justice is unacceptable in a society governed by the rule of law: CJI DY Chandrachud. pic.twitter.com/SabLS0V7oq
— The India Info (@theindiainfocom) November 10, 2024