নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি : আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল দশটায় প্রকাশিত হবে ICSC, ISC বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। প্রথম সেমেস্টারের ফল প্রকাশ হতে চলেছে। নিয়ামক সংস্থা ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জামিনেশন্স’-এর নির্দেশিকা পৌঁছেছে সমস্ত স্কুলে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। কাউন্সিল কেরিয়ার পোর্টাল ও ওয়েবসাইটেও ফল জানা যাবে। ওযেবসাইট www.cisce.org থেকে ফল জানতে গেলে লাগবে পড়ুয়াদের নিজেদের ইউনিক আইডি এবং ইনডেক্স নম্বর। অন্যদিকে কাউন্সিল কেরিয়ার পোর্টাল থেকে ফল জানতে গেলে ব্যবহার করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের জন্য নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড। আরও পড়ুন-Viral: অল্লু অর্জুনকে অনুকরণ, ‘সামি সামি’ গানে নেচে ভাইরাল তরুণী (দেখুন ভিডিও)
একইভাবে কোনও পড়ুয়া যদি এসএমএসে ফল জানতে চান তাহলে ICSC-ISC লিখে ইউনিক আইডি দিয়ে এই ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এমন যদি হয় প্রথম সেমেস্টারে ফলাফলে খুশি নন কোনও একজন পড়ুয়া, তখন তিনি দ্বিতীয়বার খাতা চেকিংয়ের আবেদন করতে পারেন। সেজন্য তাঁকে ফল প্রকাশের তিন দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।