Chirag Paswan (Photo Credit: Instagram)

Chirag Paswan: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Elections 2025) আগে এনডিএ দলগুলির নিজেদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সরকার চলছে বিজেপির সাহায্যে। আবার চিরাগ পাসোয়ান দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী। এনডিএ-র দুই গুরুত্বপূর্ণ শরিক দল হল- নীতীশের জনতা দল ইউনাইটেড (JDU) ও চিরাগের রামবিলাস পাসোয়ান (রামবিলাস) (LJP)। ক মাস বাদেই নির্বাচনে (Bihar Election 2025) বিজেপির (BJP) সঙ্গে আসন সমঝোতা করেই লড়ার কথা জেডিইউ ও এলজেপি-র। কিন্তু তার আগে তাল কাটলেন চিরাগ পাসোয়ান। যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েও এবারের বিহার বিধানসভা ভোটে লড়বেন।

বিহারে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, দাবি চিরাগ পাসোয়ানের

পটনায় প্রভাবশালী ব্যবসায়ী গোপাল খেমকা সম্প্রতি খুন হন। ব্যবসায়ীর খুন প্রসঙ্গে নীতীশের সরকারকে তোপ দেগে চিরা পাসোয়ান বললেন,"বিহারে যেভাবে একের পর এক খুন, জখমের ঘটেছে তাতে প্রমাণিত হচ্ছে এখানের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গোপাল খামেকার খুন হয় পটনার মত শহুরে জায়গায়। তাহলে বোঝাই যাচ্ছে রাজ্যের গ্রামীন অঞ্চলে হলে ঠিক কী চলছে, সেখানের আইনশৃঙ্খলা ঠিক কোন জায়গায় আছে। বিহারের আইনশৃঙ্খলার যা অবস্থা তাতে বিরোধী দলেরা কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে। এমন ঘটনা যাতে আর যা ঘটে তার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

নীতীশের সরকারকে তোপ চিরাগের

বিজেপির সঙ্গে জোট চাইলেও নীতীশের বিরুদ্ধে লড়তে চান চিরাগ

প্রসঙ্গত, এলজেপির প্রতিষ্ঠাতা তথা তার বাবা রামবিলাস পাসোয়ানের মৃত্য়ুর পর থেকেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন চিরাগ। বিজেপির সঙ্গে জোটে থাকলেও চিরাগ চান নীতীশের বিরুদ্ধে লড়তে। বিহারে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশকে সরিয়ে তাকে বসানোর পরিকল্পনাও করেছেন চিরাগ। অনেকেই মনে করছেন, আসন্ন বিহার নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করলেও জেডি (ইউ)-য়ের বিরুদ্ধে প্রার্থী দেবেন চিরাগ। তবে বিজেপি এমনটা চাইছে না। নীতীশ, চিরাগের সরাসরি লড়াই হলে তার ফায়দা পাবে আরজেডি, কংগ্রেস, বাম জোট। তাই নীতীশ-চিরাগকে এক মঞ্চে আনার চেষ্টা গেরুয়া শিবিরের।