লালকেল্লায় ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একাধিক ইস্যুতে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কযুদ্ধ শুরু করেছে, সেই নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানের গরহাজির ছিলেন কংগ্রেস নেতৃত্ব। জাতীয় অনুষ্ঠানে রাহুল গান্ধী, খাড়গের মতো নেতাদের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করতে বিন্দুমাত্র কসুর করছে না বিজেপি। এমনকী এনডিএ-র শরিক দল এলজেপি (রাম বিলাস) সুপ্রিমো তথা সাংসদ চিরাগ পাসোয়ানও (Chirag Paswan) এই নিয়ে সমালোচনা করতে ছাড়েননি।
বিরোধীদের আক্রমণ চিরাগ পাসোয়ানের
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে ভাষণ দিয়েছেন, সেখানে একাধিক বিষয়ে আলোকপাত করা হয়েছে। অপারেশন সিঁদুর, পররাষ্ট্র নীতি, শুল্ক সব বিষয়ে ভারতের পক্ষেই কথা বলেছেন তিনি। অন্যদিকে কিছু বিরোধী নেতা এই নিয়ে বিদেশি নেতাদের সমর্থন করে যাচ্ছেন। তাঁদের মতোই ভারতের অর্থনীতিকে মৃত বলে মন্তব্য করছেন এই নেতারা। উনি দেশবাসীকে 'ভোকাল ফর লোকাল'-এর জন্য আবেদন করেছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভরতার মাধ্যমেই বিকশিত ভারতের ভিত্তি স্থাপন করা যেতে পারে”।
দেখুন চিরাগ পাসোয়ানের মন্তব্য
VIDEO | On PM Narendra Modi's I-Day speech, LJP (Ram Vilas) chief Chirag Paswan (@iChiragPaswan) says, "I extend my greetings to citizens of the country on I-Day. PM Narendra Modi spoke from the ramparts of Red Fort, it has energised us all. All the burning issues were talked in… pic.twitter.com/ehN4HFArDB
— Press Trust of India (@PTI_News) August 15, 2025
ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী চিরাগ
চিরাগ আরও বলেন, “ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে পৌঁছেছে। আগামী দিনে তৃতীয় স্থানে উঠে আসবে। কিন্তু বিদেশি নেতাদের কথাতেই চলছে আমাদের বিরোধী নেতারা। এটা খুবই লজ্জ্বাজনক বিষয়ষ। জিএসটি নিয়ে সর্বদা একটা অংশের মানুষ চিন্তিত থাকেন। সেই চিন্তাকে কমাতে আজ জিএসটি সংস্কারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া যুবসমাজের মধ্যে যাঁরা প্রথম চাকরি পাবেন, তাঁদের জন্য ১৫ হাজার টাকার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি”।