Indian Army Foils Chinese PLA's Attempt: ফের উত্তপ্ত ইন্দো-চীন সীমান্ত, সিকিমের নাকু লা-তে লালফৌজের অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা
ভারতীয় সেনার প্রতীকী ছবি | (Photo Credits: PTI)

গ্যাংটক, ২৫ জানুয়ারি: পূর্ব লাদাখের গলওয়ান ভ্যালিতে এখনও উত্তপ্ত পরিস্থিতি। প্রকৃত নিয়্ন্ত্রণরেখায় ভারত চীন সীমান্ত সমস্যা অমীমাংসিত রয়েছে। এরমধ্যে সিকিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করল লালফৌজ। সিকিম (Sikkim) সীমান্তের কাছে নাকু লা-তে সংঘর্ষে জড়াল দু'দেশের সেনা। দিন তিনেক আগে দু'দেশের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে বলে খবর। এই ঘটনায় ভারতীয় সেনার পাশাপাশি লালফৌজের কর্মীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, প্রায় গায়ে পড়েই ঝামেলা করতে এসেছিল লালফৌজ। দুই তরফের মধ্যে বচসা হলেও সেষপর্যন্ত লালফৌজের ভারতে অনুপ্রবেশ রুখে দিয়েছে দেশের সেনাবাহিনী। এই হাতাহাতি সংঘর্ষের পর্যায়ে গেলে ভারতীয় সেনার বেশ কয়েকজন জখম হয়েছে। একই অবস্থা লালফৌজেরও। তবে চিনের তরফে এই খবর স্বীকার করা হয়নি। আরও পড়ুন-Jagdeep Dhankhar: ভোটারদের নিরাপত্তা প্রশ্নে রাজ্যপুলিশকে টুইটে খোঁচা জগদীপ ধনখড়ের, পাল্টা বললেন ফিরহাদ হাকিম

অন্যদিকে পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ মেটাতে রবিবার ভারত-চিন কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সেই বৈঠক সোমবার রাত আড়াইটেয় শেষ হয়।নবম পর্যায়ের বৈঠকের আবহে সিকিম সীমান্তে ভারত-চিন সেনা জওয়ানদের সংঘর্ষের ঘটনা দু'দেশের সম্পর্কে নয়া মোড় এনে দিল বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।  ২০২০-এর  ২৯-৩০ অগাস্ট প্যাংগং স্নো লেকের দক্ষিণে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘাত হয়েছিল। ৩১ আগস্ট এই বিবাদের নিষ্পত্তি ঘটাতে চুসুলে দুই পক্ষের আলোচনা হয়। এই ঘটনা ফিঙ্গার এরিয়া (প্যাংগং স্নো)-র উল্টোদিকে হয়েছিল। এই এলাকায় এ ধরনের সংঘাত ছিল সেই প্রথম। ভারত চিনকে মুখের উপরে জবাব দিয়েছিল। ওই সংঘর্ষে অবশ্য ভারতের কোনও জওয়ান হতাহত হননি।