Photo Credits: Insta

মুম্বই, ১৬ জুলাই: উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এনসিপি (NCP) প্রধান অজিত পাওয়ারের (Ajit Pawar) ঘড়ি। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে কাকা শরদ পাওয়ারের সঙ্গে কার্যত বিদ্রোহ (অনেকে বলেন বেইমানি) করে বিজেপির হাত ধরেছিলেন অজিত পাওয়ার। কিন্তু পদের লোভে অজিতের এই বিদ্রোহকে একেবারেই মেনে নেননি মহারাষ্ট্রের ভোটাররা। মহারাষ্ট্রের বিভিন্ন জায়াগা তো বটেই, নিজের গড় বারামতিতেও পরাস্ত হয়েছিলেন অজিত পাওয়ার।

এবার অজিত পাওয়ারের এনসিপি-র পিম্পরি-ছিন্দওয়াদে অঞ্চলে দলের সভাপতি পদ ছাড়লেন অজিত গাভানে। সেখানে আরও দুই প্রাক্তন জনপ্রতিনিধি অজিত পাওয়ারের দল ছেড়েছেন। খুব তাড়াতাড়ি তাঁরা শরদ পাওয়ারের শিবিরে নাম লেখাতে চলেছেন। লোকসভা নির্বাচনে জাতীয়বাদী কংগ্রেস পার্টির ঘড়ি চিহ্নটা ছিল অজিত পাওয়ারের কাছেই। সেখানে শরদ পাওয়ারের প্রার্থীদের অচেনা প্রতীকেই লড়তে বাধ্য হতে হয়েছিল। সেখানে একটিতে ছাড়া বাকি সব আসনে ভরাডুবি হয়েছিল অজিত পাওয়ারের এনসিপি-র।

দেখুন খবরটি

সেখানে শরদ পাওয়ারের ব্যক্তিগত ক্যারিশ্মায় ৮টি আসনে জেতে তার এনসিপি। এক লাফে অনেকটা ভোট শতাংশও বাড়ে শরদ পাওয়ারের দল। আর ক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে অজিত পাওয়ারের শিবিরে আরও বড় ভাঙন অপেক্ষা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।