ভিওয়ানি: হরিয়ানার (Haryana) ভিওয়ানি (Bhiwani) জেলায় একটি পোড়া এসইউভি (SUV) গাড়ি থেকে উদ্ধার করা হয় জুনেদ (Junaid) এবং নাসিরের (Naseer) দেহ। যা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। রাজস্থানের ভরতপুর থেকে ওই দুই যুবককে অপহরণ করে হরিয়ানায় এনে জ্ব্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়। ইতিমধ্যে এই খুনে জড়িত থাকার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার ওই দুই যুবকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য (Financial Assistance) দেওয়া হবে বলে জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan Chief Minister Ashok Gehlot)।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, "আমরা খুব তাড়াতাড়ি এই মামলার সমাধান করব। জুনেদ ও নাসিরের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে কথা বলেছেন ও তাঁরা আমাদের প্রতি বিশ্বাস (trust) রাখছেন। আমরা তাঁদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেব। এক লক্ষ টাকা নগদ (cash) ও বাকি চার লক্ষ টাকা এফডিআই (FDI) করা হবে।"
হরিয়ানার ভিওয়ানিতে ওই দুই মুসলিম যুবককে খুন করার অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) শাখা সংগঠন বজরঙ্গ দলের বিরুদ্ধে। এই ঘটনার (Bhiwani Deaths) কথা প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিরোধীরা একযোগে হরিয়ানা ও কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপি (BJP) সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে।
Bhiwani Killing | We will solve this case as soon as possible. The family members of Junaid & Naseer have shown their trust in us & talked with us. We will give them Rs 5 lakhs Financial Assistance- Rs 1 lakh cash and Rs 4 lakhs FDI: Rajasthan Chief Minister Ashok Gehlot pic.twitter.com/svJCk9vGZs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 2, 2023