২০২৪-এ লোকসভা নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়ছিল। এমনকী ভোটের সময় বিরোধীরা বুথ জ্যাম, ইভিএমে কারচুপি সহ একাধিক অভিযোগ তুললেও ভোটের ফলাফল বলে দিয়েছিল যে নির্বাচন কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) নেতৃত্বে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে দেশে। এনডিএ-কে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল ইন্ডিয়া জোট। এই নির্বাচনে কংগ্রেস সহ বিরোধী দলগুলি ভোট পরিসংখ্যান বেড়েছে অবিশ্বাস্য হারে। বাংলা, উত্তরপ্রদেশ, অসম, বিহারের মতো রাজ্যগুলিতে বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে গোটা দেশে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজীব কুমার বলেন, ২৪-এর লোকসভা নির্বাচন বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে সামনে এসেছে। পুরুষেরা তো বটেই নজিরবিহীনভাবে মহিলা, বয়স্ক ও যুবসমাজ উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। নির্বাচনকে কার্যত উৎসব হিসেবে পালন করেছেন সকলে। গণতান্ত্রিক দেশ সহ গোটা বিশ্বের কাছে এই নির্বাচন জলন্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে। সকলে দেখেছে ভারতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। দেশের প্রতিটি প্রান্তে ভোটগ্রহণ হয়েছে এবং জনগণ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছেন। আমরা অনেক রেকর্ড তৈরি করেছি, যার মধ্যে অন্যতম বিশ্বের মধ্যে এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটগ্রহণ হয়েছে।
#WATCH | Chief Election Commissioner Rajiv Kumar says, "...2024 Lok Sabha polls were the biggest election process at the world level. It was completed successfully and peacefully. It created a very strongly democratic surface for the entire democratic world, it was peaceful… pic.twitter.com/V8lfxaPRtV
— ANI (@ANI) August 16, 2024