ছত্তিশগড়, ১৭ সেপ্টেম্বর: মহামারী করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা গোটা দেশ। দেখতে দেখতে সাত মাস হয়ে গেল স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে ক্লাস শুরু হলেও দেশের সমস্ত পড়ুয়াদের পক্ষে সেই ক্লাসে যোগ দেওয়া সম্ভব হয় না। এত প্রতিকূলতার মধ্যেও বেশ কিছু শিক্ষক ব্যাতিক্রমী উপায়ে আলো জেলে রেখেছেন। তেমনই একজন হলেন ছত্তিশগড়ের কোরিয়া জেলার শিক্ষক রুদ্র রানা (Chhattisgarh Teacher)। পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, তাই মোটর বাইকে চেপে পড়ুয়াদের এলাকাতে গিয়েই তিনি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো মহল্লা ক্লাস চলছে। বাইকের উপরেই রাখেন ব্ল্যাক বোর্ড। চলে শিক্ষাদানের প্রক্রিয়া। আরও পড়ুন-Prahlad Singh Patel: করোনা আক্রান্ত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, সোমবার সংসদের অধিবেশনে ছিলেন তিনি
এই প্রসঙ্গে তিনি বলেন, “এখন যেহেতু করোনার জেরে পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, তাই তাদের দরজার সামনেই পড়াশোনার সুযোগ নিয়ে এসেছি। কারণ অনেক পড়ুয়ার কাছেই অনলাইনে ক্লাস করার সুযোগ নেই। সেক্ষেত্রে এই প্রক্রিয়া অনেকটাই তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়ক হবে।” দেখা যাচ্ছে মহল্লার প্রধান রাস্তাতেই মাস্ক পরে মোটর বাইকের উপরে ছাতা টাঙিয়ে, বাইকের গায়ে ব্ল্যাকবোর্ড এঁটে হাসিখুশি মুখেই পড়ুয়াদের পড়িয়ে চলেছেন শিক্ষক রুদ্র রানা। একটু দূরে ফাঁকা বারান্দায় দূরে দূরে বসে ক্লাস করছে খুদে পড়ুয়ারা।
ক্লাস নিচ্ছেন শিক্ষক রুদ্র রানা
Chhattisgarh: A teacher in Korea conducts 'mohalla' classes for school students on his motorcycle.
"As students can't go to schools, I'm bringing education to their doorstep. Many students don't have access to online education, so this is helpful," says Rudra Rana, the teacher. pic.twitter.com/N32f6OlzCN
— ANI (@ANI) September 17, 2020
তবে রুদ্র রানা একাই নন। কোরিয়া জেলার আরও এর শিক্ষকের কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে চলে আসে। যাঁকে সবাই সিনেমাওয়ালে বাবু নামে ডাকছিল। স্কুল পড়ুয়াদের জন্য ওই শিক্ষক মহল্লা ক্লাস নিচ্ছেন। পড়ুয়াদের পড়ার বিষয়টি সহজ করাতে মোটর বাইকে করে নিয়ে আসছেন টিভি ও স্পিকার। যাতে করোনা আবহে পড়ুয়ারা পড়াশোনায় মন দেয় তাই অভিনব উপায় বের করেছেন ওই শিক্ষক। পড়ার পাশাপাশি টিভিতে চলছে কার্টুন। যাতে কার্টুন দেখতে পাবে এই আশায় আগেভাগেই ক্লাস সেরে নেয় খুদে পড়ুয়ারা। সেজন্যই এমন বন্দোবস্ত করেছেন তিনি। পেয়েছেন নতুন নামও, সিনেমাওয়ালে বাবু।