Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 15, 2025
সর্বশেষ গল্প
24 minutes ago
Live

Chhattisgarh Result Live Update:৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের গণনা শুরু, হাত না পদ্ম বাজি কার দিকে দেখুন লাইভ আপডেট

ভারত Indranil Mukherjee | Dec 03, 2023 10:40 AM IST
A+
A-
03 Dec, 10:40 (IST)

ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে সামান্য অ্যাডভান্টেজে কংগ্রেস। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মোট ১২টি আসন।যার মধ্যে আটটি আসনে এগিয়ে আছে কংগ্রেস। চারটি আসনে এগিয়ে আছে বিজেপি।

03 Dec, 10:14 (IST)

ছত্তিশগড়ে টি-টোয়েন্টি মেজাজে চলছে গণনা। প্রথম ঘণ্টায় কংগ্রেস এগিয়েছিল। তারপর বিজেপি এগিয়েছিল। এবার ফের এগিয়ে গেল কংগ্রেস। আপাতত কংগ্রেস ৪৬টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি এগিয়ে আছে ৪২টিআসনে।

03 Dec, 10:06 (IST)

ছত্তিশগড়ে সমানে সমানে টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কখন পদ্ম শিবির এগিয়ে গেলেও তাঁকে কিছুক্ষণের মধ্যেই টেনে নামিয়ে আনছে হাত শিবির।

03 Dec, 10:06 (IST)

ছত্তিশগড়ে সমানে সমানে টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কখন পদ্ম শিবির এগিয়ে গেলেও তাঁকে কিছুক্ষণের মধ্যেই টেনে নামিয়ে আনছে হাত শিবির।

03 Dec, 09:52 (IST)

ছত্তিশগড়ে কংগ্রেসকে প্রবল চাপে ফেলে দিল বিজেপি। মাসখানেক আগেও যেখানে রাজনৈতিক মহলের ধারণা ছিল যে 'ক্লিয়ার সুইপ' হবে কংগ্রেসের, সেখানে কড়া টক্কর দিচ্ছে বিজেপি।

03 Dec, 09:43 (IST)

গণনার সবে এক ঘণ্টা, এরই মধ্যে আরও পাঁচ বছর মেয়াদের আশায় বুক বাধছেন ছত্তিশগড়ের কংগ্রেস কর্মীরা। দফতরের বাইরে 'আমরা তৈরি আছি' র পোস্টার। 

03 Dec, 08:51 (IST)

হাড্ডাহাড্ডি লড়াই চললেও ছত্তিশগড়ে বিজেপির থেকে সামান্যএগিয়ে কংগ্রেস। ভোট গণনার ২০ মিনিট পরে সেই রাজ্যের ১৯টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ১২টি আসনে।

03 Dec, 08:51 (IST)

হাড্ডাহাড্ডি লড়াই চললেও ছত্তিশগড়ে বিজেপির থেকে সামান্যএগিয়ে কংগ্রেস। ভোট গণনার ২০ মিনিট পরে সেই রাজ্যের ১৯টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ১২টি আসনে।

২০১৮ সালে বিজেপির হাত থেকে ক্ষমতার ভার নিজের হাতে তুলে নিয়েছিল জাতীয় কংগ্রেস। গত ৫ বছর ধরে কিছু অন্তর্দ্বন্দ্ব ছাড়া নির্বিঘ্নেই সরকার চালান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই মহাদেব বেটিং অ্যাপের কাণ্ড সামনে আসে। ঘটনায় নাম জড়ায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরই। এখন দেখার ভোটবাক্সে 'মহাদেবের' প্রভাব কতটা পড়েছে।

ছত্তিশগড়ে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০। ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জিততে ৪৬ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। প্রায় ১,১৮১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে আজ। যে তালিকায় আছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রামন সিং,লোকসভার বিজেপি সাংসদ বিজয় বাঘেল।

তাই নজর রাখুন ফলাফলের লাইভ আপডেটের ওপর-


Show Full Article Share Now