ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে সামান্য অ্যাডভান্টেজে কংগ্রেস। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মোট ১২টি আসন।যার মধ্যে আটটি আসনে এগিয়ে আছে কংগ্রেস। চারটি আসনে এগিয়ে আছে বিজেপি।
Chhattisgarh Result Live Update:৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের গণনা শুরু, হাত না পদ্ম বাজি কার দিকে দেখুন লাইভ আপডেট
২০১৮ সালে বিজেপির হাত থেকে ক্ষমতার ভার নিজের হাতে তুলে নিয়েছিল জাতীয় কংগ্রেস। গত ৫ বছর ধরে কিছু অন্তর্দ্বন্দ্ব ছাড়া নির্বিঘ্নেই সরকার চালান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই মহাদেব বেটিং অ্যাপের কাণ্ড সামনে আসে। ঘটনায় নাম জড়ায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরই। এখন দেখার ভোটবাক্সে 'মহাদেবের' প্রভাব কতটা পড়েছে।
ছত্তিশগড়ে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০। ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জিততে ৪৬ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। প্রায় ১,১৮১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে আজ। যে তালিকায় আছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রামন সিং,লোকসভার বিজেপি সাংসদ বিজয় বাঘেল।
তাই নজর রাখুন ফলাফলের লাইভ আপডেটের ওপর-
Chhattisgarh assembly polls: Counting of votes begin for 90 seats
Read @ANI Story | https://t.co/CsjYU7Q54p#ChhattisgarhElections2023 #Chhattisgarh #Elections2023 #ElectionCommission pic.twitter.com/gftkQVS8K7
— ANI Digital (@ani_digital) December 3, 2023