রাইপুর, ২৬ সেপ্টেম্বর: সামনেই ছত্তিশগড়ে নির্বাচন। চলতি বছরে ছত্তিশগড়ে নির্বাচনে উপলক্ষ্যে জোর কদমে প্রচার শুরু করেছে সবকটি রাজনৈতিক দল। ছত্তিশগড়ে যখন নির্বাচনের প্রস্তুতি জোর কদমে চলছে, সেই সময় কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সম্বিত পাত্র। সম্বিতের দাবি, ছত্তিশগড়ে 'নকশালদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস'। সেই কারণে ছত্তিশগড়ে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে অবরুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন সম্বিত। পাশাপাশি তিনি তিনি আরও বলেন, কংগ্রেস ধর্মান্তর বিরোধী আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই রাজনৈতিক দলটি ছত্তিশগড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন সম্বিত।
ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে সম্বিত পাত্র আরও বলেন, 'ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের অধীনে কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। রাজ্যে কংগ্রেস সরকারের অধীনে খনি মাফিয়া এবং অপরাধীদের অবাধে চালানো হয়। কোভিডের সময় সেস কোথায় সংগ্রহ করা হয়? ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের অধীনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলেও, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি' বলে তোপ দাগেন সম্বিত পাত্র।