Maoist Leader Sudhakar (Photo Credit: ANI/X)

দিল্লি, ৬ জুন: ফের এক মাওবাদী নেতাকে খতম করল নিরাপত্তা রক্ষীরা। এবার সিনিয়র মাওবাদী নেতা সুধাকর (Senior Maoist Leader Gautam alias Sudhakar) ওরফে গৌতমকে খতম করা হয় বিজাপুরে (Bijapur)। ছত্তিশগড়ের (Chhattisgarh Encounter) বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের জেরে সিনিয়ম মাও নেতা সুধাকরের মৃত্যুর খবর মেলে। আইজি বাস্ত পি সুন্দররাজ জানান, মাও নেতা সুধাকরকে খতম করা হয়েছে। তার কাছে থেকে একে ৪৭, প্রচুর বিস্ফোরক-সহ অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

দেখুন মাও নেতা সুধাকর ওরফে গৌতমের ছবি...

 

অন্ধ্রপ্রদেশের সুধাকর 'মোস্ট ওয়ান্টেড' মাওবাদীদের তালিকায় একজন। চিন্তাপল্লীর বাসিন্দা সুধাকরকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। সিপিআইএমএল-এর জেনারেল সেক্রেটারি বাসবরাজের মৃত্যু হয় গত ২১ মে। বাসবরাজের (Basavaraju) সঙ্গে আরও ২১ জন মাওবাদীকে অবুঝমাঢ়ের জঙ্গলে খতম করে নিরাপত্তা বাহিনী। বাসবরাজের মৃত্যুর পরও থামেনি তল্লাশি। ফলে বাসবরাজের মৃত্যুর কয়েকদিনের মধ্যে ফের আরও এর মাও নেতাকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা। যা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Chhattisgarh: ছত্তিশগড়ে নিহত শীর্ষ মাওবাদী নেতা সুধাকর, মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা

প্রসঙ্গত বাসবরাজের মৃত্যুর পর আইজি বাস্তার স্পষ্ট জানান, মাওবাদীদের সামনে আর রাস্তা খোলা নেই। তাই মাওবাদীরা যাতে আত্মসমর্পণ করে, সে বিষয়ে বার বার জানানো হয় আইজি বাস্তারের তরফে। বাসবরাজ নিহত হওয়ার কয়েকদিনের মাথায় এবার খতম করা হল আরও এক প্রথমসারির মাও নেতা সুধাকরকে।