Photo Credits: ANI

রায়পুর: রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির হানা নিয়ে শুক্রবার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM Bhupesh Baghel)। ইডিকে (ED) তুলনা করলেন ভস্মাসুরের (Bhasmasur) সঙ্গেও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি (BJP) আর ইডির (ED) মধ্যে গোপন আঁতাত (colluding) আছে। তারা কি কখনও কোনও বিজেপি নেতার বাড়িতে হানা দিয়েছে। সেখানে তল্লাশি করেছে। আসলে তারা বিজেপির এজেন্ট (agents) হিসেবে কাজ করছে। তবে ইডি একদিন ভস্মাসুর হবে, এমন একটা সময় আসবে যখন আর কাউকে না পেয়ে ভগবান শিবকেই (Lord Shiv) তাড়া করবে।" আরও পড়ুন: Tejashwi Yadav Attacks BJP: 'ভগবান বজরঙ্গবলী বিজেপির উপর রেগে আছে', ভিডিয়োতে শুনুন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বক্তব্য