![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/05/Naxals_PTI-380x214.jpg)
নারায়ণপুর (ছত্তিশগড়): ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের নকশালদের সঙ্গে গুলির লড়াই হল নিরাপত্তারক্ষীদের। এর ফলে কয়েকজন নকশাল জখম হয়েছে বলে মনে করছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ছত্তিশগড়ের নারায়ণপুর (Narayanpur) জেলায় নকশালদের সঙ্গে গুলির লড়াই হয় নারায়ণপুর জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর নিরাপত্তারক্ষীদের। এর ফলে কয়েকজন নকশাল জখম হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
এপ্রসঙ্গে বস্তার জোনের আইজি পি সুন্দররাজ জানান, গোপন সূত্রে খবর আসে নারায়ণপুর জেলার ইডকা থানার অন্তর্গত দেভারগাঁওয়ের কাছে কিসকোডো এরিয়া কমিটির কয়েকজন নকশাল সদস্য লুকিয়ে রয়েছে। এরপরই নারায়ণপুরের ডিআরজি দল (DRG team) ওই এলাকায় গিয়ে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ বাদে নিরাপত্তারক্ষীরা নকশালদের যখন খুব কাছে পৌঁছে গিয়েছে সেসময় আচমকা ডিআরজি দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দিতে থাকেন নিরাপত্তারক্ষীরাও। পরে গুলির লড়াই বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নকশালদের বেশ কিছু প্রচার সংক্রান্ত কাগজপত্র ও রক্তের দাগ দেখতে পান তাঁরা। এর ফলে মনে করা হচ্ছে বেশ কয়েকজন নকশাল জখম হয়েছে। তবে নিরাপত্তারক্ষীদের কারও কোনও ক্ষতি হয়নি। এখনও গোটা এলাকা ঘিরে পলাতক নকশাল সদস্যদের সন্ধানে তল্লাশি চলছে।
Chhattisgarh | After a brief exchange of fire b/w naxal & DRG team from Narayanpur, based on input regarding location of Kiskodo area committee naxal cadres near Devergaon (PS Edka, Dist Narayanpur), few camping materials recovered & blood trials noticed nearby: IG Bastar (1/2) pic.twitter.com/OJcrDLlgrl
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 15, 2022
Prima facie it appears that a few naxal cadres might have been injured in the encounter. Search operations are on to apprehend the naxals. all our troops are safe: IG Bastar P Sundarraj (2/2)
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 15, 2022