কন্যাকুমারী: তামিলনাড়ুর (Tamil Nadu) কন্যাকুমারি জেলায় (Kanyakumari district) ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji) মূর্তি (statue) ভাঙার (vandalised) ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিলও (Protest rally) করেন প্রতিবাদীরা (Protestors)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে তামিলনাড়ুর কন্যাকুমারি জেলার কুল্লিটুরাইয়ের (Kulliturai) কাছে অবস্থিত ভাট্টাভিলাই (Vattavilai) এলাকায় থাকা ছত্রপতি শিবাজির পূর্ণাবয়ব একটি মূর্তি ভাঙচুর করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা (unknown miscreants)। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। আর বিকেলে প্রতিবাদীরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারির দাবি জানান (demanding the arrest of the miscreants)।
Kanniyakumari, Tamil Nadu | Chhatrapati Shivaji’s statue was allegedly vandalised by unknown miscreants in the Kanyakumari district late last night.
We don't know whether it's vandalised or not. The statue was slightly damaged. We have registered a case and formed a team to find… pic.twitter.com/d76NGbMuOh
— ANI (@ANI) April 9, 2023
এপ্রসঙ্গে কন্যাকুমারির পুলিশ সুপার হরি কিরণ প্রসাদ বলেন, "গতকাল গভীর রাতে কন্যাকুমারি জেলায় ছত্রপতি শিবাজির মূর্তি ভাঙচুর করার অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমরা এখনও পরিষ্কারভাবে জানি না মূর্তিটি ভাঙা হয়েছে না হয়নি। তবে মূর্তিটি সামান্য ক্ষতিগ্রস্ত (slightly damaged) হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করার পাশাপাশি একটি দল গঠন করে বিষয়টি সত্যিই কী হয়েছে তা জানার চেষ্টা করছি। এর পিছনে কোনও দুষ্কৃতীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টির বিস্তারিত তদন্ত করছি আমরা।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Protestors gather in Kanniyakumari district demanding the arrest of the miscreants who vandalised the Chhatrapati Shivaji’s statue in Vattavilai, Near Kulliturai, Kanniyakumari District. pic.twitter.com/zv5XP2hpHL
— ANI (@ANI) April 9, 2023