Chhath Puja 2025: আজ, শনিবার থেকে শুরু হল চারদিন ব্যাপি চলা ছট উৎসব। দেশবাসীকে ছটপুজো উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখলেন, "পবিত্র 'নহায়-খায়' আচার পালনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের মহাপর্ব ছট। বিহারসহ সারা দেশের ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম!"পারিবারিক কল্যাণ, সন্তানসুখ ও সমৃদ্ধির জন্য এই পূজা করা হয়। ছটপুজো বা ছট উৎসব হল হিন্দু ধর্মের এক অত্যন্ত প্রাচীন ও পবিত্র উৎসব, যা প্রধানত বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ কিছু অঞ্চলে বিশেষভাবে পালিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে।
কীভাবে পালিত হয় ছট
এই উৎসবটি মূলত সূর্য দেবতা ও ছটী মাই (সূর্যের বোন বা শক্তি রূপ)-এর পূজার জন্য পালিত হয়। বিশ্বাস করা হয়, সূর্য দেবতা জীবনের উৎস ও শক্তির প্রতীক, আর তাঁর আশীর্বাদে পরিবারে সমৃদ্ধি, স্বাস্থ্য ও শান্তি আসে। ছট উৎসবটি চার দিনব্যাপী এক কঠোর আচারনিষ্ঠ পূজা।
দেখুন প্রধানমন্ত্রী মোদীর ছটের শুভেচ্ছা
STORY | PM Modi extends Chhath greetings
Prime Minister Narendra Modi on Saturday extended greetings on the occasion of Chhath, a four-day festival to worship the Sun god celebrated across the country, especially in Bihar, Jharkhand and eastern UP.
READ: https://t.co/ljmJj5NEQq https://t.co/IQJeHS37kj
— Press Trust of India (@PTI_News) October 25, 2025
আজ ছটের প্রথম দিন
আজ, শনিবার ছটের প্রথম দিন 'নহায়-খায়'-এ পবিত্র স্নান করে ব্রতীরা একবেলা নিরামিষ আহার গ্রহণ করেন। কাল, রবিবার ছটের দ্বিতীয় দিনে দিনভর উপবাস শেষে সন্ধ্যায় গুড়-চালের পায়েস, কলা ও দুধ দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। সন্ধ্যা আরঘ্য হল ছটের তৃতীয় দিনে। সেই দিন সূর্যাস্তের সময় নদী বা পুকুরে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অরঘ্য দেওয়া হয়। ছট উতসবের চতুর্থ তথা শেষ দিনে উষা আরঘ্য পালন করা হয়। সেইদিন ভোরে উদীয়মান সূর্যকে অরঘ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।