আজ সকাল থেকেই ছট পুজোর আবহে গোটা দেশ । তারই উদযাপনের ছবি এল সামনে।
উড়িষ্যার ভুবনেশ্বরে ভক্তরা ভিড় জমালেন কুয়াখাই নদীতে। সেখানেই চলল সূর্যদেবের আরাধনা। সূর্যের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রদান করার ছবি এল সামনে।
Odisha | Devotees gather at Kuakhai river ghat along in Bhubaneswar to offer 'Suryoday Arag' to God Sun on the occasion of #Chhathpuja pic.twitter.com/13WklGmWKc
— ANI (@ANI) October 31, 2022
দিল্লির যমুনা নদীর তীরে আই টি ও ঘাটে ( ITO GHAT) ভক্তদের ভিড়ে পালিত হল ছটপূজা। ভোর বেলা সূর্যার্ঘ্য দানের মাধ্যমে সম্পন্ন হয় এই পুজো।
Devotees gather at ITO ghat along Yamuna river in Delhi to offer 'Suryoday Arag' to God Sun on the occasion of #Chhathpuja pic.twitter.com/ziIkInoDNP
— ANI (@ANI) October 31, 2022
পশ্চিমবঙ্গের কলকাতায় দাহি ঘাটেও ছিল বিপুল জনসমাগম। চারদিনের উৎসবের শেষ দিনে দাহি ঘাটে সূর্যোদয় অর্ঘ্য দিয়ে গঙ্গা স্নান করে পুজোর উৎসবে মাতলেন ভক্তরা।
West Bengal | A large number of devotees offer 'Suryoday Arag' to Surya Dev on the last day of the 4-day Chhath puja festival at Dahi Ghat in Kolkata pic.twitter.com/7jmp5QdhRk
— ANI (@ANI) October 31, 2022
ঝাড়খন্ডের রাচীতে হাতানিয়া পুকুরে ভক্তরা উপস্থিত ছিলেন চার দিন ব্যপী ছট পূজার অন্তিম দিনে। অর্ঘ্য সাজিয়ে সূর্য দেবের অপেক্ষায় ছিলেন মহিলারা।
Jharkhand | Devotees gather at Hatania Talab in Ranchi on the last day of the 4-day Chhath puja festival pic.twitter.com/9AumY4LBB3
— ANI (@ANI) October 30, 2022
বিহারের পাটনায় গঙ্গানদীর ওপর নির্মীয়মান পাটনা কলেজ ঘাটে ভক্তরা সামিল হয়েছিলেন ছট পূজার প্রাক্কালে।
Bihar | Devotees gather on the banks of Ganga river at Patna College Ghat in Patna on the last day of the 4-day Chhath puja festival pic.twitter.com/xWx66GovXc
— ANI (@ANI) October 30, 2022