Representational Image (Photo Credit: X)

চেন্নাই, ৯ ডিসেম্বর: মানাসিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন পডুয়াকে ধর্ষণের (Rape) অভিযোগ গ্রেফতার করা হল ২ জনকে। আরও ৭ অভিযুক্তকে খুঁজছে পুলিশ। তামিলনাড়ুর (Tamil Nadu) রাজধানী শহরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা জেরে চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। মানসিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগ শনিবার দায়ের করা হয় চেন্নাইয়ের (Chennai) একটি মহিলা সংগঠনের তরফে। চেন্নাইয়ের একটি বেসরকারি কলেজে পাঠরত মানসিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন ওই কিশোরীর উপর অত্যাচারের সে বাবাকে গোটা ঘটনার কথা জানায়। এরপরই দায়ের করা হয় অভিযোগ। পুলিশ অভিযুক্তদের খুঁজতে বেরিয়ে তিরুভালুরের বাসিন্দা নরেশ এবং সুরেশের খোঁজ পায়।

কিশোরীর উপর অত্যচারের পর তর পেটে প্রচণ্ড ব্যাথা শুরু হয়। সেই সঙ্গে তার শরীরও খারাপ হতে শুরু করে। জানা যায়, চেন্নাইয়ের ওয়াল ট্যাক্স রোডের একটি লজে ওই কিশোরীকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর তার উপর অত্যচার চালানো হয় বলে খবর। ওই কিশোরীর বাবা গোটা ঘটনা জেনে তিনি মহিলা সংগঠনের দ্বারস্থ হন। এরর ওই সংগঠনের তরফেই দায়ের করা হয় অভিযোগ।