নয়াদিল্লিঃ গলায় (Throat)জ্যান্ত মাছ (Fish)আটকে মৃত্যু (Death) যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে (Chennai)। মৃত ব্যক্তির নাম মণিকন্দন। বয়স ২৯। মণিকন্দন পেশায় মৎসজীবী। এদিন চেন্নাইয়ের কিলাভালাম হ্রদে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। প্রতিদিনের মতোই হ্রদের জল থেকে মাছ ধরছিলেন। মাছ তোলার সময় হাতে কিছু মাছ রাখেন। আর কিছু রাখের মুখে। আর এতেই ঘটে বিপত্তি। তাঁর গলায় আটকে জ্যান্ত একটি মাছ। গলা থেকে সেটিকে বের করার চেষ্টা করেন তিনি। কিন্তু হার মানেন। ধীরে ধীরে বাড়তে থাকে শ্বাসকষ্ট। হাসপাতালে না গিয়ে বাড়ির পথে হাঁটা দেন তিনি। আর পথেই মৃত্যু হয় তাঁর।
মাছ ধরতে গিয়ে গলায় আটকে মৃত্যু মৎসজীবীর
কিন্তু পথচারীরা বোঝেননি মারা গিয়েছেন তিনি। গলা থেকে মাছটি বের করার চেষ্টাও করেন স্থানীয়রা। কিন্তু ব্যর্থ হন। এরপর তাঁকে নিয়ে ছোটা হয় ছেঙ্গালপেট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয়রা জানিয়েছেন, মণিকন্দনের মাছের ব্যবসা ছিল। জলাশয় থেকে মাছ ধরে তা বাইরের রাজ্যে পাঠাতেন তিনি। প্রায় রোজই মাছ ধরতেন। কিন্তু রোজ তাঁর সঙ্গে তাঁর এক বন্ধু থাকতেন। তবে এই ঘটনার দিন একাই ছিলেন মণিকন্দন। স্থানীয়রা জানিয়েছে, এদিন তাঁর সঙ্গে কেই উপস্থিত থাকলে হয়তো এভাবে মারা যেতেন না মণিকন্দন।
গলায় জ্যান্ত মাছ আটকে বিপত্তি,অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক
A man fishing in a lake in Madurantakam ended up being killed by a fish he caught. Police said Manikandan, 29 caught two fish with his hands. To ensure the wriggling fish didn’t get away, he stuffed one into his mouth and bent to hold the other with both hands.
Know what… pic.twitter.com/fvKElALLqs
— The Times Of India (@timesofindia) April 9, 2025