নয়াদিল্লিঃ বাবা-মায়ের হাত ধরে কাশ্মীর (Jammu Kashmir) বেড়াতে গিয়েছিল সে। বাবার কাঁধে চেপে ভূস্বর্গ ঘুরতে গিয়ে যে এই অভিজ্ঞতার শিকার হতে হবে তা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সুরাটের নক্ষ কালথিয়া। চোখের সামনে সন্ত্রাসীদের গুলিতে বাবাকে ঝাঁজরা হয়ে যেতে দেখেছে সে। খেলনা বন্দুক নিয়ে খেলার বয়সে সে নিজের চোখে দেখেছে কীভাবে বন্দুকের নল চোখের পলকে শেষ করে দিয়েছে ২৬ টি প্রাণ। সংবাদমাধ্যমের সামনে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার সদ্য পিতৃহারা কিশোরের। পহেলগাঁও জঙ্গিহানায় নিহত হয়েছে তার বাবা শৈলেশ কালথিয়া। শৈলশ সুরাটের ভারাচা এলাকার বাসিন্দা।
পহেলগাঁও হত্যাকাণ্ডে নিহত ব্যক্তির ছেলের মুখে জঙ্গিদের বর্বরতার বর্ণনা
কিশোরের কথায়, "বাবা, মা ও দিদির সঙ্গে মিনি সুইজ্যাল্যান্ডে গিয়েছিলাম। আমরা ঘুরছিলেম আচমকা কতগুলি লোক চলে আসে। ওরা এসে বলে হিন্দুরা আলাদা হয়ে যাও মুসলমানরা আলাদা হয়ে যাও। এরপর ওরা কলমা পড়তে বলে অনেকেই পড়তে শুরু করে। যারা পড়েনি তাদের গুলি করে দেয় ওরা।" বাবার গায়ে কখন গুলি লাগে? কিশোর বলে, "আমার আগে বাবা, মা ও দিদি ছিল। আমি সবার পিছনে ছিলাম। বাবার গায়ে কখন গুলি লেগেছে দেখিনি। এরপর যারা বেঁচেছিল তাঁদের নীচে চলে যেতে বলা হয়। মা বাবাকে ফেলে আসতে চাইছিল না। কিন্তু আমাদের কথা ভেবে নীচে নেমে আসতে বাধ্য হয়। মা, দিদি হেঁটে পাহাড়ের নীচে নামে, আমায় ঘোড়ায় উঠিয়ে দেওয়া হয়। নীচে নামার পর দেখি সেখানে অনেক সেনারা ছিলেন। আমরা সেনাদের হোটেলে রাত কাটাই।"
চোখের সামনে কীভাবে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গেল বাবা? নিজের মুখে সেই মুহূর্তের বর্ণনা দিল কিশোর
#WATCH | Surat, Gujarat | Shailesh Kalthia, a native of Varachha area of Surat city, was killed in the Pahalgam terror attack on 22nd April.
His son, Naksh Kalthia, says, "We were at the 'mini Switzerland' point in Pahalgam, J&K. We heard gunshots... We hid once we realised… pic.twitter.com/t0tKrc5dtI
— ANI (@ANI) April 24, 2025