
নয়াদিল্লিঃ পহেলগাঁওয়ে গণহত্যা (Pahalgam Terror Attack)। জঙ্গি হামলায় অভিযোগের আঙুল পাকিস্তানের (Pakistan)দিকে। যদিও এই দায় অস্বীকার করেছে পাকিস্তান। উল্টে পরমাণু অস্ত্র দিয়ে ভারতে হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছে সে দেশের তরফে। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ তখন গোটা ঘটনার সুবিচারের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিমাসের শেষ রবিবার 'মন কি বাত' অনুষ্ঠান করেন মোদী। পহেলগাঁও জঙ্গি হামলার পর আজ, এই প্রথম এই অনুষ্ঠানে শোনা গেল তাঁর গলা। এদিন পহেলগাঁও গণহত্যা কাণ্ডের তীব্র নিন্দা করে মোদী বলেন, "আমার মনে গভীর যন্ত্রণা রয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলা প্রত্যেক দেশবাসীর মন ভেঙে দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সকলের সহানুভূতি রয়েছে। তবে আপনারা শান্ত থাকুন, দোষীদের কঠিন জবাব দেওয়া হবে।"
পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে আর কী বলছেন মোদী?
এদিন প্রধানমন্ত্রী বলেন, “জম্মু-কাশ্মীরে শান্তি ফিরছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল এবং রেকর্ড হারে পর্যটকদের সংখ্যা বাড়ছিল। আর তা শত্রুদের ভাল লাগেনি। সাধারণ মানুষের আয় বাড়ছিল, যুব সমাজের জন্য কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছিল এটা শত্রুপক্ষের পছন্দ হয়নি।” ত্নি আরও বলেন, "পহেলগাঁও জঙ্গিহানা বুঝিয়ে দিয়েছে যারা যারা সন্ত্রাসে মদত দেয় তারাও কতটা কাপুরুষ। তাদের সঙ্গে নিয়ে জঙ্গিরা কাশ্মীরকে ফের ধ্বংস করে দিতে চায়। আর তাই এত ষড়যন্ত্র।" সন্ত্রাসবাদ রুখতে ১৪০ কোটি মানুষকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা সবার আগে প্রয়োজন। ১৪০ কোটি ভারতবাসী একে অপরের পাশে থাকলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশ হিসেবে আমরা জোটবন্ধ ও শক্তিশালী তা আমাদের দেখাতেই হবে। আমাদের ন্যায়বিচার পেতেই হবে।"
মোদীর মান কি বাতে উঠে এল পহেলগাঁও প্রসঙ্গ
Prime Minister Modi ji on Maan ki baat said the terror attack in Pahalgam on April 22 was felt deeply by every Indian. The grief of the families is being shared across the nation. The attack is being viewed as a cowardly act and a sign of growing despair among terrorism's… pic.twitter.com/1NJ6IMwF05
— Zubin Ashara (@zubinashara) April 27, 2025