নয়াদিল্লিঃ চলতি বছরের শুরু থেকেই উর্ধ্বমুখী সোনার দাম(Gold Price)। হু হু বাড়ছে দাম। সেপ্টেম্বর মাস পড়তে আরও বেড়েছে দাম। গতকাল অর্থাৎ বুধবারই ১ লক্ষের ঘরে পৌঁছেছিল সোনার দাম। তবে লক্ষ্মীবারে সোনার দামে খানিক স্বস্তি।আজ, ৪ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৭৯৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৭,৯৫০ টাকা। এছাড়া কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৬৮৬ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৬৮৬০ টাকা। এছাড়া বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮০১৪ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮০১৪০ টাকা। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। আজ, ৪ সেপ্টেম্বর কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১২ হাজার ৭১০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ১০০ টাকা।
লক্ষ্মীবারে সোনার দামে স্বস্তি, জানুন কত কমল দর
सोने का भाव आज का 4 सितंबर 2025: आज सुबह क्या है सोने-चांदी का रेट, जानें 24K, 22K, 18K और 14K सोने के दाम#Business #Gold #GoldRatehttps://t.co/9Jqs1of7GW
— Times Now Navbharat (@TNNavbharat) September 4, 2025