Guru Purnima (File Photo)

আজ, ১০ জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা(Guru Purnima 2025)। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় চলছে পূণ্য স্নানের পর্ব। এদিন ভোরবেলা থেকেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh)প্রয়াগরাজের (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam)ভিড় জমিয়েছেন ভক্তরা। চলছে প্রথা মেনে পুণ্য স্নান।

কী কারণে পালিত হয় গুরু পূর্ণিমা?

প্রতিবছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই গুরু পূর্ণিমা। এই দিনটিতে শিক্ষার্থীরা তাঁদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায়।

এই বছর গুরু পূর্ণিমার তিথি কখন?

বৃহস্পতিবার, ১০ জুলাই গুরু পূর্ণিমার তিথি শুরু হবে রাত ১:৩৬ মিনিটে এবং শেষ হবে ১১ জুলাই রাত ২:০৬ মিনিটে।

গুরু পূর্ণিমার আধ্যাত্মিক ভিত্তি কী?

হিন্দু ধর্মমতেঁ, মহর্ষি বেদব্যাসের সম্মানে পালিত হয় গুরু পূর্ণিমা। তাঁর জন্মদিন ব্যাসপূর্ণিমা' নামেও পরিচিত।

বৌদ্ধ ও জৈন ধর্মমতে গুরু পূর্ণিমার গুরুত্ব কতটা?

এদিনই গৌতম বুদ্ধ সারনাথে থম ধর্মোপদেশ দিয়েছিলেন। তাই বৌদ্ধদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। জৈনরাও গুরুদের প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকে উদযাপন করেন।

ভারতের বাইরে আর কোথায় পালিত হয় গুরু পূর্ণিমা?

দেশের বাইরে নেপাল, ভুটানে পালিত হয় গুরু পূর্ণিমা। নেপালে এই দিনটি সরকারিভাবে 'শিক্ষক দিবস' হিসেবে পালিত হয়।

গুরু পূর্ণিমা পালনের উপায়ঃ

গুরু বা শিক্ষকের পায়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে হবে। উপবাস বা ধ্যান করা যেতে পারে। গুরুকে বিশেষ উপহার দিন। গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন।

গুরু পূর্ণিমা কেন পালিত হয়? এর আধ্যাত্মিক ভিত্তি কী? জানুন বিস্তারিত