লখনউ, ৭ সেপ্টেম্বর: লখনউয়ের চৌধুরি চরণ সিং (Chaudhary Charan Singh International Airport) আন্তর্জাতিক বিমানবন্দরটি বুধবার থেকে হয়ে যাবে নিস্তব্ধ বিমানবন্দর। যাত্রীরা যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে বিমানে যাতায়াত করতে পারেন সেইজন্য এই অভিনব পন্থা নিল বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও পড়ুন-Brave Woman Fights Off Tiger: একরত্তিকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করলেন মা, পড়ুন গায়ে কাঁটা দেওয়া সেই ঘটনা
বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দর নিস্তব্ধ থাকলে যাত্রীরা বই পড়তে পারবেন, সহযাত্রীর সঙ্গে কথা বলতে পারবেন, গান শুনতে পারবেন এবং প্রয়োজনে কাজও করতে পারবেন। মুম্বই, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরুর মত চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরও নিস্তব্ধ বিমানবন্দর হিসেবে পরিচিত হবে।
তিনি আরও জানিয়েছেন, এর ফলে কোনো প্রয়োজনীয় ঘোষণা যাত্রীদের জন্য বাদ পড়বে না। টার্মিনাল ১ ও ২ ননম্বর গেটের উপরে ৮১টি প্লেনের সমস্ত ঘোষণা একটি বড় স্ক্রিনে দেখা যাবে। এই স্ক্রিন থাকবে চেক ইন হলে, নিরাপদ এলারায় এবং অ্যারাইভাল হলেও।
এখানে শুধু বোর্ডিং ও ব্যাগেজ স্ক্রিনিং সংক্রান্ত ঘোষণাই হবে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা ও করোনা সংক্রান্ত ঘোষণা হবে। সিসিএসআইএ বিমানবন্দরের এই নিস্তব্ধ হওয়ার খবর তাঁরা জানিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও।
এই বিমানবন্দরটি থেকে প্রত্যহ ৩০টি জায়গায় বিমান চলাগল করে। সারাদিনে প্রায় ১২০টি বিমান ওঠানামা করে। এই বিমানবন্দর থেকে বছরে প্রায় ৪০ মিলিয়ন যাত্রী দেশে বিদেশে যাতায়াত করেন।