Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ব্যক্তিগত ভিডিয়ো (Video Leak) ফাঁসের হুমকি দিয়ে লাগাতার ব্ল্যাকমেল। মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী(Suicide) ৩২ বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট(Chartered Accountant)। সম্প্রতি মুম্বইয়ের সান্তাক্রুজ়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ঘর থেকে উদ্ধার তিন পাতার সুইসাইড নোট।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাজ লীলা মোরে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। নাম করা একটি সংস্থায় কর্মরত ছিলেন। কেন আত্মহত্যার সিদ্ধান্ত? সুইসাইড নোটে রাহুল পরওয়ানি ও সাবা কুরেশি নামে দু'জনের নাম উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, রাহুল ও সাবা মিলে তাঁকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছেন। গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর থেকে কয়েক কোটি টাকা আদায়ের চেষ্টা করছিলেন তাঁরা। শুধু তাই নয়, সুইসাইড নোটে আরও উল্লেখ, অফিস থেকে টাকা চুরি করতে তাঁকে বাধ্য করেছিলেন তাঁরা। এমনকী তাঁদের টাকা দিতে সেভিংস পর্যন্ত ভাঙতে হয় তাঁকে। এই মানসিক চাপ আর সহ্য করতে পারছিলেন না ৩২ বছরের ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট । শেষমেশ নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেন। ইতিমধ্যেই টাকার দাবী ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রাহুল ও সাবাকে আটক করেছে ভাকোলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি দিয়ে মোটা টাকার দাবি, মানসিক চাপে আত্মঘাতী ৩২ বছর বয়সি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট