Chardham Yatra Registration portal openPhoto Credit: chardhamtour

হিন্দুধর্মাবলম্বীদের কাছে উত্তরাখণ্ডের চার ধাম অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে মান্য। চার ধামে তীর্থযাত্রা করলে পুণ্য লাভ হয় বলেও মনে করেন কেউ কেউ। প্রতি বছরের মত এবারেও অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) দিন থেকেই শুরু হবে চারধাম যাত্রা (Char Dham Yatra 2022)। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নেই খুলে দেওয়া হয় এই চার ধামের মন্দিরের দরজাগুলি। শুরু হয় যাত্রার প্রস্তুতি। উত্তরাখণ্ডের এই জনপ্রিয় তীর্থযাত্রায় অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীরা যোগদান করেন।  উত্তরকাশী জেলার গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খোলার মধ্যেই শুরু চারধাম যাত্রা।২০২৩ সালে জানুয়ারির শেষ লগ্ন থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রার প্রস্তুতি। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি জানিয়েছে কেদারনাথ মন্দিরের পোর্টালগুলি ২৬ এপ্রিল এবং গঙ্গোত্রী-যমুনোত্রীর পোর্টাল ২২ এপ্রিল খুলবে। এর আগেই শ্রী বদ্রীনাথ ধামের পোর্টাল খোলার তারিখ ২৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল।