সার্ভিক্যাল ক্যানসার রোধে দেশের মাটিতে তৈরি প্রথম ‘হিউম্যান পাপিলোমা ভাইরাস’ রোধক (HPV)ভ্যাকসিন সার্ভাভ্যাক (CERVAVAC)বাজারে আসতে চলেছে এই মাসেই। এমনটাই জানিয়েছেন ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট (Serum Institute). সরকারী সূত্র অনুসারে প্রথম দেশীয় সংস্থায় প্রস্তুত এইচপিভি ভ্যাকসিনের দুটি ডোজ প্রতি শিশির দাম হবে ২০০০ টাকা।
বর্তমানে দুটি এইচভিপি ভ্যাকসিন ভারতে উপলব্ধ যা বিদেশের মাটিতে তৈরি হয়েছে. বিদেশের মাটিতে নির্মিত একটি সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিনের একটির দাম (প্রতি ডোজে) বর্তমানে ভারতে এখন ২,৮০০ টাকা, অন্য ভ্যাকসিনটির দাম প্রতি ডোজে ৩,২৯৯ টাকা। এর আগে জুলাই মাসে সিরাম ইনস্টিটিউটকে ডিসিজিআই (DCGI)ছাড়পত্র দেয় ‘হিউম্যান পাপিলোমা ভাইরাস’ রোধক ভ্যাকসিন তৈরির জন্য।
Serum Institute's HPV vaccine against cervical cancer CERVAVAC to be available in pvt market this month. The first indigenously-developed HPV vaccine will be priced at Rs 2,000 per vial of two doses: Official sources
— Press Trust of India (@PTI_News) February 9, 2023
ন্যাশনাল টেকনোলজি অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন ড. এন কে অরোরা বলেছেন, এই টিকাটি খুবই কার্যকরী হবে। কেননা, ৮৫-৯০ শতাংশ সার্ভাইক্যাল ক্যানসার হয় একটি নির্দিষ্ট ভাইরাসের জেরে। এই টিকা সেই ভাইরাসের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলবে। ফলে এই টিকা নেওয়া থাকলে মেয়েরা অনেকটাই নিরাপদ থাকবেন।
We met Hon'ble Health Minister Shri @mansukhmandviya Ji today and presented him with the made-in-India HPV vaccine, Cervavac. @PrakashKsingh7 pic.twitter.com/M6lRkY8saj
— Adar Poonawalla (@adarpoonawalla) January 25, 2023